প্রথম ওয়ানডেতে তিন পেসারের আভাস
২২ মে ২০২১ ১৬:০৫
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে তিন পেসার খেলানোর আভাস দিলেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে সাকিব আল হাসান যেহেতু দলে ফিরেছেন ও পার্টটাইমার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদও স্কোয়াডে মজুদ আছেন সেহেতু তিন পেসারের টিম কম্বিনেশন মোটেই বেমানান নয়।
তাছাড়া ওয়ানডে ফর্মেটে নিকট অতীতে চার পেসারের বাংলাদেশ দলও দেখা গেছে। সেটা ২০১৫ সালের কথা। সেবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে আসা ভারতের বিপক্ষে দুই ম্যাচেই চার পেসার নিয়ে বোলিং আক্রমনভাগ সাজিয়েছিল স্বাগতিক শিবির। সেই বিবেচনায় তিন পেসারের বাংলাদেশ তো জলবৎ তরলং! অহরহই যা দেখা মেলে। উদাহারণ খুঁজতে অবশ্য খুব বেশি দূর যেতে হবে না। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরেও তিন পেসারের টাইগার দল দেখা গেছে। পার্ট টাইমার সৌম্য যোগ দেওয়ায় সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছিল চারে। সেই অভিজ্ঞতা থেকেই হয়ত ডমিঙ্গোর এই আভাস।
শনিবার (২২ মে) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই এটা একটা অপশন আছে। সাকিব দলে ফিরেছে, রিয়াদও বোলিং করতে পারবে। মিরাজ আছে।’
হেড কোচের দেওয়া আভাসে বাংলাদেশের বোলিং লাইন আপ এমন হতে পারে; মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাউফ উদ্দিন পেস বোলিং বিভাগ সামলাবেন। আর স্পিন আক্রমনে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকে দেখা যেতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১০ ম্যাচে জয় হীন বাংলাদেশ। সবশেষ জিতেছিল গেল জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর ওই দলটির বিপক্ষেই দুই ম্যাচ সিরিজের টেস্ট হেরেছিল মুমিনুল হক অ্যান্ড কোং। পরের মাসে নিউজিল্যান্ড সফরের ফলাফলও তথৈবচ। টানা ৬ ম্যাচে (তিন ওয়ানডে, তিন টি টোয়েন্টি) হার। আর চলতি মাসে শ্রীলংকা সফরে দুই ম্যাচ সিরিজের টেস্টের একটিতে ড্র ও একটিতে হারের স্বাদ নিয়ে ফিরতে হয়েছে ডমিঙ্গো শিষ্যদের। তবে আশার কথা হল, বিস্মৃত এই অতীত আঁকড়ে থাকতে চাইছেন না টাইগার হেড কোচ। বরং ওই ম্যাচগুলোতে করা ভুল থেকে শিক্ষা নিয়ে লংকা বধের ছক আঁকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন।
‘আমরা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীতে পড়ে থাকার কোনো যৌক্তিকতা নেই। আমাদের সামর্থ অনুযায়ী খেলতে পারলে, বেসিক ঠিক রাখতে পারলে, কৌশল কাজে লাগালে জয়ের সুযোগ আসবে।’
রোববার (২৩ মে) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে নামছে টিম টাইগার্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মোস্তাফিজুর রহমান রাসেল ডমিঙ্গো সাকিব আল হাসান