Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালের ইউরো দলে তারকার ছড়াছড়ি


২১ মে ২০২১ ১৯:৫৫ | আপডেট: ২১ মে ২০২১ ১৯:৫৬

ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটির নেতৃত্বে যথারীতি ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৬ সদস্যের দলে রীতিমতো তারকার ছড়াছড়ি।

তারকাদের মধ্যে অ্যাটলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা, ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস, এফসি পোর্তোর ডিফেন্ডার পেপে ও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস অন্যতম।

বিজ্ঞাপন

স্পোর্টিং লিসবনের পেদ্রো গনসালভেসকে দলে ডেকে কিছুটা চমকে দিয়েছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে পর্তুগালের ঘরোয়া লিগে এবার ৩২ ম্যাচে ২৩ গোল করে বেশ আলোচনায় এসেছেন তিনি।

তারকাদের ছড়াছড়ি দলে বাদ পরাদের তালিকাও বেশ লম্বা। আর্সেনালের রাইটব্যাক সেড্রিক সোয়ারেস, স্পোর্তিং লিসবনের অভিজ্ঞ ডিফেন্ডার লুইস নেতো, নাপোলির অভিজ্ঞ ডিফেন্ডার মারিও রুই, বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আন্দ্রে গোমেস, উলভারহ্যাম্পটনের প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড পেদ্রো নেতো ডাক পাননি। এমনকি গতবার যার গোলে পর্তুগালের ইউরো শিরোপা নিশ্চিত হয়েছিল সেই এদেরকে দলে ডাকেননি সান্তোস।

দল প্রসঙ্গে পর্তুগাল কোচ সান্তোস বলেন, ‘দলের খেলোয়াড়দের ওপর আমার অনেক ভরসা আছে। আমি নিশ্চিত শিরোপা ধরে রাখার জন্য আমার ছেলেরা শিরোপার অন্যতম দাবিদার।’

আগামী জুনের ১১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ইউরো। পর্তুগাল এবার পড়েছে মৃত্যুকূপে। ‘এফ’ গ্রুপে রোনালদোদের সঙ্গী দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি। ১৫ জুন হাঙ্গেরির বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার কথা পর্তুগালের।

বিজ্ঞাপন

পর্তুগাল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যান্থনি লোপেস (অলিম্পিক লিওঁ), রুই প্যাত্রিসিও (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই সিলভা (গ্রানাদা);

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), জোসে ফন্ত (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), নুনো মেন্দেস (স্পোর্টিং লিসবন), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড);

মিডফিল্ডার: দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পালিনহা (স্পোর্টিং লিসবন), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রেনাতো সানচেস (লিল), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মোতিনহো (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স);

ফরোয়ার্ড: পেদ্রো গনসালভেস (স্পোর্টিং লিসবন), আন্দ্রে সিলভা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), বার্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস), দিয়োগো জোতা (লিভারপুল), গনসালো গেদেস (ভ্যালেন্সিয়া), জোয়াও ফেলিক্স (অ্যাতলেতিকো মাদ্রিদ), রাফা সিলভা (বেনফিকা)।

ইউরো চ্যাম্পিয়নশিপ ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর