Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অ্যাশেজ


১৯ মে ২০২১ ১৮:৩১ | আপডেট: ১৯ মে ২০২১ ১৮:৩৩

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেট সূচীতে কতোবার ওলট-পালট হয়েছে তার হিসেব নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে অক্টোবরে। সব বিবেচনায় নিয়ে আগামী মৌসুমের সূচী ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচী মতে, আগামী অ্যাশেজ মাঠে গড়াবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার আগামী মৌসুম শুরু হচ্ছে বেশ দেরিতে। অ্যাশেজের আগে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে একটা টেস্ট ম্যাচ খেলবেন অজিরা। সেটাই হবে তাদের নতুন মৌসুমের প্রথম ম্যাচ। আফগানিস্তান টেস্ট মাঠে গড়ানোর কথা ২৭ নভেম্বর থেকে, হোবার্টে। ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল গত বছর। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়।

বিজ্ঞাপন

এই টেস্ট শেষ হলেই অ্যাশেজ ট্রফি নিজেদের দখলে রাখার মিশনে নেমে পড়বে টিম পেইনের অস্ট্রেলিয়া। অধিনায়ক হওয়ার পর দেশের মাটিতে নেতৃত্ব দেওয়া হয়নি পেইনের। এবার সেই সুযোগ তার সামনে। যদিও অস্ট্রেলিয়ার নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

মর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর ব্রিসবেনে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ১৬ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচটা হবে দিবা-রাত্রীর। বক্সিং ডে টেস্ট ও নতুন বছরের প্রথম টেস্ট যথারীতি মেলবোর্ন ও সিডনিতেই অনুষ্ঠিত হবে। আর পঞ্চম টেস্ট হবে পার্থে।

অ্যাশেজের চূড়ান্ত সূচি

প্রথম টেস্ট: ৮-১২ ডিসেম্বর, ব্রিসবেন

দ্বিতীয় টেস্ট: ১৬-২০ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল (দিবারাত্রি)

তৃতীয় টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি

চতুর্থ টেস্ট: ৫-৯ জানুয়ারি, এসসিজি

পঞ্চম টেস্ট: ১৪-১৮ জানুয়ারি, পার্থ

বিজ্ঞাপন

অ্যাশেজ করোনাভাইরাস ক্রিকেট অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর