ভাগ্যের ওপরেই নিজেকে সঁপে দিচ্ছেন মোস্তাফিজ
১৯ মে ২০২১ ১৬:৫৬ | আপডেট: ১৯ মে ২০২১ ১৭:০৭
করোনার দাপটে হুট করেই আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় আহমেদাবাদের একটি হোটেলে সস্ত্রীক কামরাবন্দী থাকলেন মোস্তাফিজুর রহমান। এভাবে কেটে গেল পাঁচ দিন। এরপর যখন দেশে ফিরে জানতে পারলেন এখানেও কঠোর কোয়ারেনটাইনের মধ্য দিয়ে যেতে হবে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে রাজধানীর একটি হোটেলের কক্ষে স্ত্রীর সঙ্গে কেটে গেল ১২ দিন। যখন বেরুলেন তখন শ্রীলংকার বিপক্ষে সিরিজের বাকি মাত্র ছয় দিন। অর্থাৎ মোট ঊনিশ দিন তার স্রেফ শুয়েই বসেই কেটেছে। কাজেই প্রস্তুতি বলতে তেমন কিছুই তার নেই। এমতাবস্থায় ঘরের মাটিতে প্রত্যাশিত পারফর্ম করতে নিজেকে ভাগ্যের ওপরেই সঁপে দিলেন লাল সবুজের বাঁ-হাতি এই টাইগার পেসার।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে গুনে গুনে তিন দিন সময় পেয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস দেখেন, প্রথম দিনটিও কাজে লাগাতে পারলেন না। বৃষ্টির প্রবল চোখ রাঙানিতে ড্রেসিংরুমে বসেই কেটে গেল। সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেছেন বটে কিন্তু স্কিল অনুশীলনের চৌহর্দিও ঘেঁষতে পারেননি।
বুধবার (১৯ মে) দ্বিতীয় দিন তিন ঘণ্টার অনুশীলনের পুরোটাই অবশ্য কাজে লাগিয়েছেন। এরপর আর একদিন প্রস্তুতির সুযোগ পাবেন সেটা প্রথম ওয়ানডের ঠিক ২৪ ঘণ্টা আগে। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। এই হলো তার তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের প্রস্তুতি। কিংকর্তব্যবিমুঢ় মোস্তাফিজ আপাতত তাই ভাগ্যের দিকেই তাকিয়ে।
দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সেকথাই জানিয়েছেন এই কাটার স্পেশালিস্ট।
তার মুখেই শুনুন, ‘আইপিএল থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেনটান মিলিয়ে ২৫ দিনের মধ্যে আমি কেবল একটি প্র্যাকটিস ও একটি ম্যাচ খেলেছি। এখন জানি না.. আমি আর সাকিব ভাই, আমরা দুজনই ওরকমই প্রায় ছিলাম। এই তিন দিনে… কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারিনি (বৃষ্টির কারণে), আজকে করলাম, আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম… দেখি চেষ্টা করে, কী হয়।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে তারুণ্য নির্ভর এক দল পাঠিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। তাদের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের ফলাফল কী হবে? সাংবাদিকদের করা এমন প্রশ্নে মোস্তাফিজের উত্তর ছিল, ‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোটখাটো নয়। আমার মনে হয়, আমরা দুই দল সমান (ইকুয়াল)।’
সারাবাংলা/এমআরএফ/এসএস
ওয়ানডে সিরিজ টপ নিউজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ বনাম শ্রীলংকা মোস্তাফিজুর রহমান