রোজিনাকে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ ক্রিকেট সাংবাদিকদের
১৮ মে ২০২১ ১৭:৩৭ | আপডেট: ১৮ মে ২০২১ ১৭:৪১
প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের কক্ষে অমানুষিক নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে মুখর গোটা দেশের সর্বস্তরের মানুষ। বাদ যাননি ক্রীড়া সাংবাদিকরাও। দেশের ফুটবল অঙ্গনের সাংবাদিকদের মত ক্রিকেটাঙ্গনের সাংবাদিকরাও নীরব প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে শ্রীলংকা সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনের আগে তারা এই প্রতিবাদ জানান।
এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন কাভার করতে যাওয়া সাংবাদিকরা ক্যামেরা ও বুম অ্যাথলেটিকস ট্র্যাকে রেখে জানান নীরব প্রতিবাদ করেন। এছাড়াও রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।
গতকাল সোমবার রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর শাহবাগ থানায় হস্তান্তর এবং সরকারি নথির ছবি তোলার ‘অপরাধে’ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।