Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম টেস্টে নেগেটিভ টাইগাররা


১৭ মে ২০২১ ১৬:০৫

তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে গতকাল বাংলাদেশ ও শ্রীলংকান দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ভালো খবর হলো, এই টেস্টে দুই দলের কারো শরীরেই করোনার উপস্থিতি ধরা পরেনি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

সিরিজ উপলক্ষ্যে টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে টাইগারদের দ্বিতীয় ধাপের করেনা পরীক্ষা সম্পন্ন হয়েছে আজ। এই পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল আগামীকাল তাদের টিম হোটেলে উঠার ছাড়পত্র মিলবে। আর লংকান দলের দ্বিতীয় ধাপের কোভিড টেস্ট সম্পন্ন হবে আগামীকাল।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মে) সারাবাংলাকে এখর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চৌধুরী জানালেন, ‘গতকাল বাংলাদেশ দল ও সিরিজ খেলতে আসা শ্রীলংকান দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ এসেছেন। বাংলাদেশ দলের দ্বিতীয় পরীক্ষাটি সম্পন্ন হয়েছে আজ। দুই টেস্টে যারা নেগেটিভ হবেন তারাই কেবল টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে (বায়ো বাবল) প্রবেশ করবেন। শ্রীলংকান দলের দ্বিতীয় পরীক্ষাটি আগামীকাল।’

দেবাশীষ চৌধুরীর দেওয়া তথ্যনুযায়ী সিরিজে অংশ নেয়া দুই দলেরই আগামী ২২ মে অর্থাৎ প্রথম ওয়নডের ঠিক আগের দিন তৃতীয় ধাপে করোনা পরীক্ষা দিবেন। এরপরে স্বাগতিক দলকে আর কোন পরীক্ষা দিতে হবে না। তবে দেশে ফেরার আগে অতিথিদের আরেকবার ভ্রমনের জন্য নমুনা দিতে হবে।

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর