গোলরক্ষকের গোলে লিভারপুলের রোমাঞ্চকর জয়
১৬ মে ২০২১ ২৩:৩৫ | আপডেট: ১৬ মে ২০২১ ২৩:৫৫
ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে লিভারপুল আর যার ফলাফল এসেছে নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে। সবসময় গোল রুখে দেওয়া যার কাজ, সেই গোলরক্ষকের গোলেই লিভারপুলের শেষ রক্ষা। অল রেডসদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের অন্তিম মুহূর্তের গোলে ওয়েস্ট ব্রুমকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা টিকিয়ে রাখলো লিভারপুল।
ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে অল রেডসরা। এরপর ৩৩ মিনিটে মোহাম্মদ সালাহর করা গোলে সমতায় ফেরে রেডসরা। আর ৯৫তম মিনিটে অ্যালিসন বেকারের গোলে রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান শক্ত করে ইয়্যুর্গেন ক্লপের দল। এদিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যে যেকোনো এক দল আগামী মৌসুমে সরাসরি খেলবে চ্যাম্পিইয়নস লিগে। আর তাই তো লিগে পঞ্চম স্থানে থেকে শেষ করলেও সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে কোনো অসুবিধা থাকবে না লিভারপুলের।
খেলার সময় ১৫ মিনিট হতে না হতেই ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে লিড নেয় ওয়েস্ট ব্রুম। ডান প্রান্ত দিয়ে দৌড়ে ম্যাথিউস পেরেইরার পাস ডি বক্সে পেয়ে দূরের কোণা দিয়ে শট করে বল জালে জড়ান রবসন কানু। আর তাতেই এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম।
পিছিয়ে পড়া আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। ২৩তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ সাঁজায় সফরকারীরা তবে সাদিও মানের লক্ষ্যভ্রষ্ট শটে সমতায় ফেরা হয়নি গেল মৌসুমের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের।
তবে এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ৩৩তম মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে এটি সালাহর ২২তম গোল। টটেনহাম হটস্পার্সের হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন এই মিশরীয় ফরোয়ার্ড।
সমতায় ফেরার মিনিট দুই পরেই এগিয়ে যেতে পারত লিভারপুল। তবে রবের্তো ফিরমিনোর দুর্দান্ত এক শট গোলপোস্টে লেগে ফিরে আসলে এ যাত্রায় রক্ষা পায় ওয়েস্ট ব্রুম।
দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। তবে লড়াই চালিয়েছে গোটা ম্যাচ জুড়ে। ৮৩তম মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের জোরালো শট গোলবারের ওপর দিয়ে বেরিয়ে আবারও গোলবঞ্চিত হয় অল রেডসরা।
শেষদিকে ওয়েস্ট ব্রুমকে চেপে ধরে লিভারপুল। একের পর এক আক্রমণে ওয়েস্ট ব্রুমের রক্ষণকে যেন দম ফেলারই সুযোগ দিচ্ছিল না। খেলার তখন নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময় চলছে। ৯৩ মিনিটে সাদিও মানের শটে ওয়েস্ট ব্রুমের এক খেলোয়াড়ের গায়ে লেগে বেরিয়ে গেলে কর্নার পায় সফরকারীরা। এরপর গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নেওয়া কর্নার থেকে ভেসে আসা বল লাফিয়ে উঠে হেড করে জালে জড়ান বেকার। আর সঙ্গে সঙ্গে লিভারপুলের সকল খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়ে উল্লাসে মাতে।
অ্যালিসন বেকারের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থান শক্ত করল লিভারপুল। ৩৬ ম্যাচে ২৮ জয়, ৯ ড্র আর ৯ হারে ৬৩ পয়েন্ট লিভারপুলের। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ৬৬ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি। ৮৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই শিরোপা নিশ্চিত ম্যানচেস্টার সিটির। আর ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।
সারাবাংলা/এসএস
২০২০/২১ মৌসুম ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট ব্রুম বনাম লিভারপুল