Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিগ শিরোপার দৌড়ে এগিয়ে গেল অ্যাটলেটিকো


১৩ মে ২০২১ ১১:৫৭

আগের দিন বার্সেলোনা পয়েন্ট হারালে সুযোগ ছিল লিগ শিরোপার আরও কাছে যাওয়ার। অ্যাটলেটিকো মাদ্রিদ দারুণভাবেই কাজে লাগিয়েছে সুযোগটা। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক স্থানে চলে গেছে দিয়েগো সিমিওনের দল।

লিগের ৩৬তম ম্যাচে ২৪তম জয় পাওয়া অ্যাটলেটিকোর পয়েন্ট দাঁড়াল ৮০। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা বার্সেলোনা এখন ৪ পয়েন্টে পিছিয়ে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫ পয়েন্টে পিছিয়ে আছে টেবিলের তিন নম্বরে। রিয়াল ‘হাতে থাকা’ ম্যাচটা জিততে পারলেও দুই পয়েন্টে এগিয়ে থাকবে অ্যাটলেটিকো। আগামীকাল গ্রানাডার বিপক্ষে নিজেদের ৩৬তম ম্যাচ খেলতে নামবে রিয়াল।

বিজ্ঞাপন

সে হিসেবে অ্যাটলেটিকোর লা লিগা শিরোপা নিশ্চিত হতে পারে পরের ম্যাচেই। রিয়াল মাদ্রিদ আগামীকাল হারলে এবং রোববার নিজেদের পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকো জিতলেই সাত বছর পর লা লিগা শিরোপা উৎসব করতে পারবে দলটি।

ঘরের মাঠে কাল ম্যাচের শেষ দিকে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়লেও প্রথম আধঘণ্টাতেই ২-০ তে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। পঞ্চম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। ১৬ মিনিটে লা লিগার শীর্ষ দলটিকে এগিয়ে নেন ইয়ানিক কারাসকো।

কর্ণারের বল পেছন থেকে ঘুরে লুইস সুয়ারেজ হয়ে বক্সের বাঁ প্রান্তে দাঁড়ানো কারাসকোর কাছে আসে। তারপর গোল করতে ভুল করেননি তিনি। ২৮ মিনিটে ব্যবধান ২-০ করেন আনহেল কোরেয়া। সুইস সুয়ারেজের থ্রু ধরে দারুণ এক শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা।

তিন মিনিট পর সোসিয়েদাদকে গোলবঞ্চিত করেছেন অ্যাটলেটিকো গোলরক্ষক ওবলাক। সফরকারী দলটিকে অনেকবারই হতাশ করেছেন ওবলাক। ৩৭ মিনিটে ইসাকের দারুণ এক শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন অ্যাটলেটিকো গোলরক্ষক। প্রথমার্ধে আর গোল হয়নি।

বিজ্ঞাপন

সোসিয়েদাদ তাদের প্রথম গোলটি পেয়েছে ৮৩ মিনিটে। কর্নার থেকে পাওয়া বল ধরে সহযেই গোল করেন সুবিধাজনক স্থানে দাঁড়ানো ইগর জুবেলদিয়া। শেষ দিকে একের পর এক আক্রমণে অ্যাটলেটিকো নাভিশ্বাস তুলে দিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু গোল আদায় করতে পারেনি সফরকারী দলটি। যাতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাটলেটিকো।

অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর