Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরু ৩০ জুলাই


১৩ মে ২০২১ ০১:৩০

লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী জুলাইয়ের ৩০ তারিখ থেকে। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়ানোর কথা আগস্টের ২২ তারিখে।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এলপিএলের এই সূচি ‘দ্যা হান্ড্রেড’ এর সঙ্গে সাংঘার্ষিক হতে যাচ্ছে। ইংল্যান্ডের আলোচিত ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্যা হান্ড্রেড’ মাঠে গড়ানোর কথা জুলাইয়ের ২১ তারিখে।

বিজ্ঞাপন

এলপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে শ্রীলংকা। জুলাইয়ে শ্রীলংকায় গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতীয় ক্রিকেট দলের। এই সিরিজ শেষ হওয়ার কথা ২৭ জুলাই।

গত বছরের নভেম্বরে প্রথমবার মাঠে গড়ায় এলপিএল। পাঁচটি দলকে নিয়ে এই আয়োজন ২৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলেছিল। টুর্নামেন্টের ২৩টি ম্যাচই অনুষ্ঠিত হয় হাম্বানটোটায়। প্রথম আসরের শিরোপা জিতে জাফনা স্ট্যালিয়ন্স।

এলপিএল টি-টোয়েন্টি লংকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর