Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে তিন পাকিস্তানি বোলার


১২ মে ২০২১ ১৯:৫২ | আপডেট: ১২ মে ২০২১ ১৯:৫৬

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে বিরল এক কীর্তি গড়েছেন পাকিস্তানের তিন বোলার হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও নুমান আলি। এক ম্যাচে এই তিনজন ইনিংসে পাঁচটি করে উইকেট পেয়েছেন। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ছয় বার। বিরল এই কৃীর্তি গড়ার পুরস্কারটা হাতেনাতেই পেলেন তিনজন। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে নিজেদের ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন তারা।

হারারে টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেওয়া পেসার হাসান আলি এগিয়েছেন ছয় ধাপ। ১৪ নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ারে হাসানের এটা সেরা অবস্থান। তরুণ পেসার শাহিন আফ্রিদি ৫২ রানে নিয়েছেন পাঁচ উইকেট। যাতে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ২২ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

নুমার আলি দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে নিয়েছেন ৫ উইকেট। যাতে ৪৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন তিনি। বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান এটি।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে আবিদ আলির। একমাত্র ইনিংসে ২১৫ রানে অপরাজিত এক ইনিংস খেলা আবিদ ৩৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০তম স্থানে। সেঞ্চুরি করা আজহার আলি উঠে এসেছেন ১৬ নম্বরে। শেষের দিকে নেমে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলা নুমান ব্যাটিং র‌্যাংকিংয়ে ৩৫ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে উঠে এসেছে।

র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ানদের মধ্যে বলার মতো উন্নতি হয়েছে ব্লেসিং মুজারাবানির। ৮২ রানে তিন উইকেট তুলে নেওয়া এই পেসার উঠে এসেছেন ৫১ নম্বরে। ব্যাটিংয়ে দুই ইনিংসে ৩৩ ও ৮০ রান করা রেজিস চাকাভা ১৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠে এসেছেন।

উল্লেখ্য, হারারে টেস্টে ইনিংস ও ১৪৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। প্রথম টেস্টটাও ইনিংস ব্যবধানে জিতেছিল সফরকারীরা।

বিজ্ঞাপন

আইসিসি টেস্ট র‌্যাংকিং শাহিন শাহ আফ্রিদি হাসান আলি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর