Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেন্টাইনে শিথিলতা আসতে পারে সাকিব-মোস্তাফিজের


১২ মে ২০২১ ১৬:২৬

এক দিন বাদেই ঈদ। অথচ এখনো রাজধানীর ভিন্ন ভিন্ন হোটেলে একটি রুমে বন্দি থেকে কোয়ারেন্টাইন পালন করছেন দেশের ক্রিকেটের উজ্জ্বল দুই নক্ষত্র সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মহামারিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়েই মূলত তাদের এই কোয়ারেন্টাইন। অবশ্য ঈদের আগেই দেশ বরেণ্য দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন শিথিলতা আসাতে পারে। সেক্ষেত্রে হোটেলে রুম কোয়োরেন্টান থেকে বাসায় গিয়ে করতে হবে হোম কোয়ারেন্টাইন।

বিজ্ঞাপন

আইপিএল খেলে দেশে ফিরে রাজধানীর ভিন্ন ভিন্ন হোটেলের রুম কোয়োরেন্টাইনে থাকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে বের করে আনতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এমনকি খোদ সাকিব-মোস্তাফিজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্বিমুখী এই প্রচেষ্টার ফলস্বরুপ হয়ত ঈদের আগেই তারা হোটেলের বন্দি দশা থেকে মুক্তি পাবেন।

কিন্তু তার মানে এই নয়, তারা মুক্ত। মহামারিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাসায় গিয়ে ঠিকই তাদের হোম কোয়ারেন্টাইন করতে হবে। এবং পুরো ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে তবেই বাইরে বেরুতে পারবেন। আর যদি তারা অনুমোদন দিয়ে দেন তাহলে তো কথাই নেই।

বুধবার (১২ মে) সারাবাংলাকে এ তথ্য জানালেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

চৌধুরী বলেন, ‘ওরা এখনো রুম কোয়ারেন্টাইনে আছে। সরকারি অনুমোদন পেলে বের হবে। ওরা যোগাযোগ করছে আমরাও যোগাযোগ করছি। সরকারি অনুমোদন পেলে ওরা বেরুতে পারবে নাহলে নয়। কিন্তু যেটা হতে পারে রুমে কোয়ারেন্টাইন থেকে হোম কোয়ারেন্টাইনে দিতে পারে।’

মাঝপথে স্থগিত আইপিএল থেকে গেল ৬ মে দেশে ফিরে রাজধানীর ফোর পয়েন্ট শেরাটন হোটেলে রুম কোয়ারেন্টাইনে আছেন সাকিব আল হাসান। আর মোস্তাফিজুর রহমান সস্ত্রীক কোয়ারেন্টাইন করছেন সোনারগাঁও হোটেলে।

আইপিএল টপ নিউজ বিসিবি মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর