Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পিএসএলকে সাকিবের ‘না’


১১ মে ২০২১ ২০:৩৬ | আপডেট: ১১ মে ২০২১ ২৩:৩১

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। বদলি ড্রাফটে পিএসএলের ষষ্ঠ আসরে লাহোর কালান্দার্সে ডাক পেয়েছিলেন সাকিব।

মহামারী করোনাভাইরাসের কারণে দুই মাস আগে মাঝপথে থেমে গিয়েছিল পিএসএল। টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলো আগামী ১ জুন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট লিগ। এদিকে, সব ঠিক থাকলে টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ৩১ মে থেকে। ফলে দুই টুর্নামেন্টের মধ্যে যেকোনো একটিকেই বেছে নিতে হতো। সাকিব দেশের টুর্নামেন্টটিতেই খেলার সিদ্ধান্ত নিলেন। মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলার কথা সাকিবের।

বিজ্ঞাপন

দেশসেরা ক্রিকেটারের প্রিমিয়ার লিগ খেলার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহামেডানের স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। এ বিষয়ে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠিও দিয়েছে মোহামেডান বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ মে) তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘সাকিবের স্বাক্ষরিত একটি চিঠি আমরা সিসিডিএমে জমা দিয়েছি যেখানে বলা হয়েছে সে এ প্রতিযোগিতায় সে অংশ নিতে আগ্রহী। সে পিএসএলে খেলবে না এবং ডিপিএলের অংশ হতে চায়। সে একজন মুক্ত খেলোয়াড় কারণ নিষেধাজ্ঞার কারণে ২০১৯-২০ মৌসুমে তাকে কেউ দলে নেয়নি। এখন সে নিতে পারবে এবং আমরা তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছি। যদিও বিসিবি এখনও অনুমতি দেয়নি তবে আমরা শিগগিরই পাব বলে আশা করি’

বদলি ড্রাফটে এবার পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের অপর দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাসও। তাদের বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ডিপিএল রেখে তাদেরকেও পিএসএল খেলতে যেতে নাও দিতে পারে ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগ পিএসএল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর