রায়ান কুককেও পাচ্ছেন না তামিমরা
১১ মে ২০২১ ১৮:০৫ | আপডেট: ১১ মে ২০২১ ১৮:১২
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পরিবারের সান্নিধ্যে সময় কাটাতে সেখান থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। ফলে লংকানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না টিম বাংলাদেশ। সপ্তাহ বাদে জানা গেল ঘরের মাঠে অনুষ্ঠেয় এই সিরিজে ফিল্ডিং কোচ রায়ান কুকের সার্ভিসও মিস করবেন তামিম ইকবাল ও তার দল।
রায়ানের সন্তাস সম্ভবা স্ত্রীর শরীর খুব একটা ভালো নেই। সঙ্গত কারণেই কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। তার অনুপস্থিতিতে লংকানদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরজের ওয়ানডেতে স্থানীয় কোন কোচ টাইগারদের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১১ মে) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘ও প্রথমে যেতে চাচ্ছিল না। এজন্যই শ্রীলংকা থেকে দলের সঙ্গে ঢাকায় এসেছে। আসার পর জানতে পেরেছে ওর স্ত্রীর অবস্থা ভাল নয়, অস্ত্রপচার করতে হবে। একারণেই জরুরী ভিত্তিতে যেতে হচ্ছে। ওর জায়গায় আমরা স্থাণীয় কোন কোচের কথা ভাবছি। দেখি শিগগিরই বিষয়টি নিয়ে বসব।’
আকরাম আরও জানালেন, আজ কালের মধ্যে দেশের বিমান ধরবেন রায়ান কুক।
এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকান ক্রিকেট দল। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। প্রতিটি ম্যাচেই দিবা-রাত্রির।