Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকা বধে স্মার্ট ক্রিকেট

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২১ ২২:০৭

বাংলাদেশ-শ্রীলংকা। ওয়ানডে সংস্করণের ক্রিকেটে দুই দলের অবস্থাই ‘কেহ কাহারে নাহি ছাড়ে সমান সমান’। আজ বাংলাদেশ জিতেছে তো কাল শ্রীলংকা। এমতাবস্থায় লংকা বধে স্মার্ট ব্র্যান্ডের ক্রিকেটের ‍ওপর সবিশেষ গুরুত্বারোপ করলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

স্মার্ট ক্রিকেটে বলতে লিটন দাস মূলত ম্যাচের পরিস্থিতি বুঝে খেলোয়াড়দের যার যে ভূমিকা তা পালনের ইঙ্গিত দিয়েছেন। সে কাজটি করতে পারলেই, ব্যাস। তাছাড়া বাড়তি সুবিধা হিসেবে নিজেদের কন্ডিশন তো আছেই। এই সম্মিলন ঘটাতে পারলে প্রিয় সংস্করণে শুধু শ্রীলংকা কেন ক্রিকেট দুনিয়ার যে কোনো দলকেই হারানো সম্ভব বলেই তার অটল বিশ্বাস।

বিজ্ঞাপন

সোমবার (১০ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শেষে তিনি এ কথা জানান।

লিটন বলেন, ‘শ্রীলংকা আমার কাছে মনে হয় সমান দল আমরা। কারণ তারাও সাদা বলের ক্রিকেটে ভালো খেলে। আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে প্রথমতঃ। খেলাটা নিজের করতে নিজেকে ওই ভাবে প্রস্তুত করতে হবে। তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

‘দেখেন, আমরা সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে ওয়ানডেতে হোম কন্ডিশনে যখন খেলি আমরা, তখন অনেক ভালো একটা টিম। আমার মনে হয় আমরা এখন পুরো দল পাবো সাদা বলের ক্রিকেটে। এটা আমাদের জন্য প্লাসপয়েন্ট। এখন যারা প্লেয়ার আছে সবাই পরিপক্ক হচ্ছে আস্তে আস্তে। অনেকে তো পরিপক্ক হয়েও গেছে। এখন ভূমিকা পালন করাটাও গুরুত্বপূর্ণ। দলে যার যেটা দায়িত্ব সেটা যদি পালন করতে পারে, ভালো মতো প্রয়োগ করতে পারে, আমার মনে হয় যে কোনো দলকে হারানো সম্ভব’ বলেন লিটন।

বিজ্ঞাপন

সাদা পোশাকের ক্রিকেটে লাল সবুজের হয়ে সাতে ব্যাটিং করলেও রঙিন পোশাকে লিটনকে দলের গোড়াপত্তন করতে দেখা যায়। তার মতে, সেখানে নেমে যদি প্রথম ১০ ওভার খেলে দেওয়া যায়, আখেরে তা নিজের এবং দলের জন্য ঢের লাভের।

‘অবশ্যই নিজের খেলা তো আগের চেয়ে অনেক ভালো বুঝি। আমি যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এই জন্য আমার জন্য নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দশ ওভার যদি আমি খেলে দিতে পারি। তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়। আমি বড় ইনিংস খেলতে পারি। সেটা জিম্বাবুয়ের সঙ্গে (২০২০ সালে সিলেটে) অনুভব করেছি।’

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকান ক্রিকেট দল। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি। প্রতিটি ম্যাচেই দিবা-রাত্রির।

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ লিটন দাস স্মার্ট ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর