Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএফসি কাপ স্থগিত


৯ মে ২০২১ ১৭:২৯

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এএফসি কাপ স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কাউন্সিল। এবারের এএফসি কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মালদ্বীপে। করোনার কারণে মালদ্বীপ সরকার বাংলাদেশসহ সাতটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত সেই কারণেই বাধ্য হয়ে এএফসি কাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়াতে মালদ্বীপ যেতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে।

বিজ্ঞাপন

এএফসি কাপ খেলতে মালদ্বীপের বিমান ধরার প্রস্তুতি প্রায় শেষ বসুন্ধরার। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপগামী বিমানে উঠে বসার কথা ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নদের। তার ঠিক আগ মুহূর্তে টুর্নামেন্ট স্থগিতাদেশ এলো। করোনার সংক্রমন দ্রুত বেড়ে যাওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান-এই সাত দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।

এফসির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এএফসি গ্রুপ পর্বের খেলা পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে। যেসব ক্লাব মালদ্বীপে চলে গিয়েছে তাদের কোভিড প্রটোকল মেলে নিজ দেশে ফিরতে হবে। একইসঙ্গে যারা এখনো মালদ্বীপে যায়নি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এএফসি এবং তাদের ভ্রমণ বাতিলের কথা বলা হচ্ছে।’

এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গী ছিল এটিকে মোহনবাগান, মাইজা এসআরসি এবং বেঙ্গালুরুর এফসি ও ক্লাব ঈগলসের মধ্যে জয়ী দল।

এএফসি কাপ করোনাভাইরাস বসুন্ধরা কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর