‘আইপিএল ছন্দ’ হারানোর আশঙ্কায় মোস্তাফিজ
৮ মে ২০২১ ১৪:১৯ | আপডেট: ৮ মে ২০২১ ১৪:২৭
করোনার দাপটে হুট করেই আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফেরার আগে ভারতে পাঁচ দিন ভারতে ঘরবন্দি ছিলেন মোস্তাফিজুর রহমান। দেশে ফিরেও সেই তথৈবচ দশা। করোনার প্রবল বিক্রমে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারত থেকে দেশে ফিরে রাজধানীর একটি হোটেল ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়েরেনটাইনে আছেন আইপিএল ফেরত এই বাংলাদেশী পেসার। কিন্তু হোটেলে নিজ কক্ষ থেকেই বেরুতে পারছেন না বাঁহাতি এই পেসার। এমনকি ফিটনেস ধরে রাখতে জিমনেশিয়ামেও যেতে পারছেন না। যদিও কয়েকটি ফিটনেসের উপকরণ তার কক্ষে দিয়ে আসা হয়েছে কিন্তু তিনি মনে করছেন তা পর্যাপ্ত নয়। এদিকে দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ। কিন্তু এভাবে ঘরবন্দি থাকলে আইপিএল’র উড়ন্ত ছন্দ আসন্ন লংকা সিরিজে ধরে রাখা সম্ভব হবে না বলে মত তার।
আইপিএল’র চতুর্দশ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচ থেকে ৮ দশমিক ২৯ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার ও কাটার ভেলকিতে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিস্তর ভুগিয়েছেন এই টাইগার। আর তাতেই লংকা সিরিজ নিয়ে দারুণ আশাতুর হয়ে উঠেছিলেন অভিষেকেই চমকে দেওয়া এই টাইগার। ভেবেছিলেন, একই ফর্ম আসন্ন সিরিজেও অটুট রেখে অতিথিদের কঠিন সময় উপহার দিয়ে দেশকে জয়ের সোল্লাসে ভাসাবেন।
কিন্তু তার সেই আশায় পানি ঢেলে দিয়েছে প্রাণঘাতি করোনা। কেননা মোস্তাফিজ মনে করছেন ভারতে পাঁচ দিন ও দেশে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন শেষে মাঠে নেমে আইপিএল’র সেই ফর্ম ধরে রাখা সহজ হবে না।
শনিবার (৮মে ) সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে তিনি একথা জানান।
মোস্তাফিজ বলেন, ‘দেখেন দেশে আসার চার পাঁচ দিন আগে থেকে আমি রুম কোয়ারেনটাইনে ছিলাম। কোথাও বের হতে পারিনি। এখানে এসেও একই অবস্থা। এখন এখানে যদি এভাবে ১৪ দিন না ১০ দিনও কোয়ারেনটাইনে থাকতে হয় তাহলে শ্রীলংকা সিরিজের প্রস্তুতিতে কমতি পড়ে যেতে পারে। এটা নিয়ে একটু টেনশনে আছি। কেননা সবই রুমে করতে হচ্ছে। এমনকি জিমনেশিয়ামেও যেতে পারছি না। মাঠের ফিটনেস প্রস্তুতি একরকম আর রুমেরটা অন্যরকম। এতে করে সিরিজে সেরাটি দেওয়া সম্ভব হবে না। এতদিন রুমে বসে থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ হবে না। চাইলেও জিমে জেতে পারছি না, রুমের মধ্যেই ওয়েট নিচ্ছি। ’
বলে রাখা ভালো ৬ মে আইপিএল থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকান ক্রিকেট দল। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। প্রতিটি ম্যাচেই দিবা-রাত্রির।
সারাবাংলা/এমআরএফ/এসএস