Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা


৭ মে ২০২১ ২২:১৮

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চোট কাটিয়ে ২০ জনের দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও হনুমা বিহারী। বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া, কুলদিপ যাদব।

স্কোয়াডে আছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাও। তবে তাদের সফর নির্ভর করছে ফিট হওয়ার ওপর। আইপিএল চলাকালীন সময়ে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাহুল। পরে তার অস্ত্রোপচারও করা হয়েছে। ঋদ্ধিমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে সেলফ আইসোলেশনে আছেন।

বিজ্ঞাপন

জাদেজা চোট পেয়েছিলেন গত অস্ট্রেলিয়া সিরিজে। তবে ফিট হয়ে আইপিএল খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়া পেসার মোহাম্মদ শামিও আইপিএল খেলেছেন। বিহারী অবশ্য আইপিএলের কোন দলে ডাক পাননি। তবে কাউন্টি খেলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত। সাউদাম্পটনে ম্যাচটা শুরু হওয়ার কথা আগামী জুনের ১৮ তারিখে। ভারতীয় দলের দেশ ছাড়ার কথা ২ জুন।

২০ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহা।

স্ট্যান্ডবাই: অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, অর্জন নাগওয়াসওয়ালা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ বিরাট কোহলি