Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় কোহলি-অনুশকার তহবিল গঠন


৭ মে ২০২১ ২০:১০

মৃত্যুর মিছিলে ভীতসন্ত্রস্ত পুরো ভারত। করোনাভাইরাসে দেশটিতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা তিন হাজারে ঠেকেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে অনেক আগে। হাসপাতালগুলোতে রোগী ভর্তির মতো জায়গা নেই, অক্সিজেনের তীব্র সংকট। করোনার দ্বিতীয় ঢেউয়ের তোপে প্রতিবেশি দেশটি অনেকটা নাজেহাল। এমন অবস্থায় এগিয়ে এলেন দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের বর্তমান সেরা তারকা বিরাট কোহলি। স্ত্রী অনুশকা শর্মাকে নিয়ে তহবিল গঠন করেছেন ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন

কোহলির স্ত্রীও ভারতের বেশ বড় একজন তারকা। বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। দুজন মিলে ৭ কোটি রুপি সংগ্রহের লক্ষ্যে একটি তহবিল গঠন করেছেন তারা। এই তহবিলে দুজন মিলে দুই কোটি রুপি দান করেছেন কোহলি দম্পত্তি। আগামী সাত দিন কেটোতে চলবে এই তহবিলে অর্থ সংগ্রহের কাজ। প্রাপ্ত অর্থ পাঠানো হবে এসিটি গ্র্যান্টসে। করোনাকালে অক্সিজেন সরবরাহ, চিকিৎসা জনশক্তি, টিকা সচেতনতা ও টেলিমেডিসিন সুবিধা নিয়ে কাজ করছে এই সংস্থাটি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘মহামারির সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতি ভারতে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আমাদের দেশকে এরকমভাবে কষ্ট ভোগ করতে দেখা আমাদের জন্য সত্যিই কষ্টদায়ক। যারা আমাদের জন্য দিনরাত লড়াই করে আসছে তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের উৎসর্গ প্রশংসনীয়।’

ভক্ত-সমর্থকদের এই তহবিল গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কোহলি, ‘অনুশকা এবং আমি কেটো’তে একটা অভিযান শুরু করেছি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য করতে চাই। এই বিষয়ে আপনাদের সাহায্য পেলে আরও ভালো লাগবে। জীবন বাঁচানোর জন্য কোনো অনুদানই ছোটো নয়। এই পার্থক্য গড়ে তুলতে আমরা সবধরনের সাহায্য করতে চাই। তবে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা আপনাদের সাহায্যও চাই। আমি আপনাদের প্রত্যেককে এই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে এই দেশকে সুরক্ষিত এবং শক্তিশালী করে তুলি।’

অনুশকা শর্মা করোনাভাইরাস বিরাট কোহলি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর