Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগ শেষ হলেই এনসিএল


৬ মে ২০২১ ২০:৫৪

চলতি মাসের ৩১ তারিখ থেকে দেশের ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। সেটা শেষ হলে তবেই মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাদবাকি রাউন্ডের খেলা। ‌

করোনার প্রবল দাপটে দুই রাউন্ড শেষে গেল ২ এপ্রিল সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জানিয়েছিল লকডাউন উঠে গেলে অনতিবিলম্বেই তা ফেরানো হবে।

বিজ্ঞাপন

কিন্তু শেষ অবধি তার আগেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরুতে আগ্রহ দেখিয়েছে টাইগার ক্রিকেট প্রশাসন। সংগত কারণেই প্রথম শ্রেণীর এই ক্রিকেট শুরু হতে বিলম্ব হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মে) সংবাদমাধ্যমকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগের খেলার শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলে।’

প্রসঙ্গত ৩১ মে থেকে দেশের ভিন্ন ভিন্ন ভেনুতে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ মৌসুমের খেলা।

এনসিএল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ বিসিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর