Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ বাই ম্যাচ এগুনোর লক্ষ্য সৌম্যর


৫ মে ২০২১ ১৭:৩৮ | আপডেট: ৫ মে ২০২১ ১৭:৪৪

টেস্ট ক্রিকেটের ব্যস্ততা আপাতত শেষ। বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন শ্রীলংকার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের ২৩ তারিখে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা। সৌম্য সরকার বলছেন, এই সিরিজে ম্যাচ বাই ম্যাচ ধরে এগুতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বশেষ অভিজ্ঞতা মোটেও ভালো নয়। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছিল টাইগাররা। অবশ্য ঘরের মাঠে সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজ দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। করোনার মধ্যে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। করোনার আগে জিম্বাবুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে এসব নিশ্চয় অনুপ্রাণিত করবে তামিম ইকবালের দলকে।

বিজ্ঞাপন

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে কদিন ধরে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন প্রাথমিক দলে ডাক পাওয়া বেশ কয়েকজন ক্রিকেটার। বুধবার (৫ এপ্রিল) অনুশীলনের ফাঁকে সৌম্য সরকার বলছিলেন, ‘ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করব আমরা, চেষ্টা থাকবে ফার্স্ট জেতার পর সেকেন্ড ম্যাচ। আশা করব যে তিনটা ম্যাচই খুব ভালোভাবে খেলার। তার থেকে বড় কথা হচ্ছে মাঠের ক্রিকেটটা খুব ভালো খেলা এবং সব দিকটা যেন সবার ভালো হয় এইটা নিয়েই বেশি মনোযোগ থাকবে।’

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলংকার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল বাংলাদেশ। তাসকিন আহমেদ দারুণ বোলিং করেছেন পুরো সিরিজেই। এসবও আত্মবিশ্বাসী করছে সৌম্যকে, ‘আমার মনে হয় যারা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলেছে এবং অনেক ব্যাটিং করেছে বা বোলিং যেভাবে করেছে, এখানে যদি ওভাবে লাইন-লেংথ মেইনটেইন করে বা ব্যাটিংয়ে সব কিছু ভালো হয়, সিরিজটা অনেক ভালো হবে।’

বিজ্ঞাপন

আইপিএল খেলতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। লংকানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ফেরার কথা দুজনেরই। সৌম্যর মতে, এটা দলের জন্য দারুণ খবর।

সৌম্য বলেন, ‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা সাইড পাওয়া যায়। তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা সাইড। আর মুস্তাফিজকে আমরা দেখছিলাম আইপিএলে অনেক ভালো বল করছে, তো অবশ্যই টিমের জন্য এটা খুব ভালো একটা সাইড হবে যে তারা দুজন একসাথে কামব্যাক করছে। আশা করব যে তারা দুইজন অনেক ভালোভাবেই সিরিজটা সম্পন্ন করবে।’

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ সৌম্য সরকার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর