বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ
৩ মে ২০২১ ১২:০৫ | আপডেট: ৩ মে ২০২১ ১২:১১
ব্যাটিং দাপটে প্রথম টেস্টটা ড্র করার পর বড় স্বপ্নের কথাই বলেছিলেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। দ্বিতীয় টেস্ট জিতে বিদেশের মাটিতে সিরিজ জয়ের আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ কোচ। কিন্তু সেটা যে হচ্ছে না আন্দাজ করা যাচ্ছিল অনেক আগেই। পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হারতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল গতকাল ম্যাচের চতুর্থ দিনে। আজ পঞ্চম দিনের ঘণ্টাখানেকের মধ্যেই বড় হার নিশ্চিত হয়েছে মুমিনুল হকের দলের।
৫ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ২২৭ রানে। যাতে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় জয় পেয়েছে শ্রীলংকা। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় দুই ম্যাচের সিরিজটি ১-০ তে জিতে নিল শ্রীলংকা।
সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা বাংলাদেশে প্রথম টেস্টে ব্যাটিং বান্ধব উইকেটে দারুণ ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল। লংকানরা স্বাভাবিকভাবেই তাই দ্বিতীয় টেস্টের পিচ বদলে দিতে চেয়েছেন। প্রথম ম্যাচের উইকেট প্রায় পাঁচ দিনই ছিল ব্যাটিং বান্ধব। কিন্তু দ্বিতীয় টেস্টের পিচ প্রথম দুই দিন ব্যাটিং বান্ধব থাকলেও তৃতীয় দিন থেকে ভয়ঙ্কর টার্ন পেয়েছেন স্পিনাররা। শ্রীলংকা প্রথম দুই দিনে রানের পাহাড় গড়ে ফেললে সেখানেই পিছিয়ে পড়ে মুমিনুল হকের দল। পরে লংকান আনকড়া স্পিনারদের বিপক্ষেও প্রতিরোধ গড়তে পারেননি মুশফিকুর রহিম, মুমিনুল হকরা।
দুই ইনিংস মিলিয়ে শ্রীলংকার লিড দাঁড়িয়েছিল ৪৩৭। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রান তুলতেই প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে হারের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। জিততে হলে আজ পঞ্চম দিনে ২৫৯ রান করতে হতো সফরকারীদের। ম্যাচ বাঁচাতে ব্যাটিং করতে হতো দিনের পুরোটা সময়। প্রথম ইনিংসে ৩৭ রানে শেষ ৭ উইকেট হারানো বাংলাদেশ যে অতোদূর যেতে পারবে না সেটা বুঝাই যাচ্ছিল। অতোদূর তো দূরের কথা, মিরাজ-লিটনরা ঘণ্টাখানেকেই শেষ।
দিনের তৃতীয় ওভারেই ফিরে যান একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে অপরাজিত থাকা লিটন দাস। দারুণ বুদ্ধিদিপ্ত বোলিং আর উইকেটের সুবিধা নিয়ে লিটনকে সরাসরি বোল্ড করেন অভিষিক্ত জয়াবিক্রমার। আগের বলটি বড় টার্ন করে বেড়িয়ে যায়। পরের বলটি একই জায়গায় থাকায় একই ঢংয়ে ব্যাট চালান লিটন, কিন্তু এই বলে আর স্পিন করাননি বিক্রমা। লিটনকে বোকা বানিয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। একটু পর ধনঞ্জয়া ডি সিলভার বলে আলসে শট খেলে উইকেটরক্ষকের ক্যাচ হন তাইজুল ইসলাম (২)। তাসকিন আহমেদ কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফিরেছেন ৭ রান করে।
অন্যদের স্পিনে বোকা বনার দিনে শুরু থেকেই আজ ভালো ব্যাটিং করছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলীয় ২২৭ রানের মাথায় সেই মিরাজও যখন জয়াবিক্রমার বলে নিশাঙ্কার হাতে ধরা পড়লেন বাংলাদেশের ইনিংস কার্যত সেখানই শেষ। মিরাজ ৮৬ বলে ৪টি চারের সাহায্যে ৩৯ রান করে ফেরার তিনবল পরই দশম ব্যাটার আবু জায়েদ রাহিকে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া জয়াবিক্রমা দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে নিয়েছেন পাঁচ উইকেট। অভিষেকে কোনো শ্রীলংকান বোলারের সেরা বোলিং রেকর্ড এটা। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে অভিষেকে কমপক্ষে ১০ উইকেট নেওয়া ১৬তম ক্রিকেটার জয়াবিক্রমা। ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন এই তরুণ স্পিনার।
প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়া রমেশ মেন্ডিড দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট।
টপ নিউজ টেস্ট সিরিজ তাইজুল ইসলাম বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ