Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ


২ মে ২০২১ ১৮:১৯ | আপডেট: ২ মে ২০২১ ১৯:৪৮

শের-ই-বাংলার ইনডোরের নেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেনে সৈকতের খাটো লেংথের বলগুলো সৌম্য সরকার খেলছিলেন দারুণ ছন্দে। ড্রাইভ, লফটেড ও পুলের সমাহারে মাত করে রেখেছেন পুরো ইনডোর। কিঞ্চিত টার্ন করে‍ অফস্ট্যাম্পের বাইরে দিয়ে যাওয়া বলগুলোও খেললেন চওড়া ব্যাটে। এতটাই চওড়া যে নেট না থাকলে হয়ত ইনডোর পেরিয়ে বল পড়ত শের-ই-বাংলার মূল ভেন্যুতে। পুরো আধা ঘণ্টা এমন উড়ন্ত ব্যাটে কোচ, নির্বাচক ও সতীর্থদের বুদ করে রেখেছিলেন এই টাইগার টপ অর্ডার। এবং তার ব্যাটিং দেখে একবারও মনে হয়নি নিউজিল্যান্ন্ডে সিরিজ খেলে দেশে ফেরার পর এই প্রথম ব্যাটিংয়ে নামলেন।

বিজ্ঞাপন

কম যাননি পাশের নেটে ব্যাটিংয়ে মগ্ন থাকা নাইম শেখও। আল আমিন হোসেন, মেহেদি হাসান রানা ও থ্রোয়ারদের বলের বিপক্ষে ডাউন দ্য ‍উইকেটে এতটাই মারকুটে হয়ে উঠলেন যেন কোন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে দেশকে জয়ের বন্দরে নোঙর করাতে মরিয়া এই তরুণ ওপেনার।

এদিকে তিন বছর পর দলে ফেরা ইমরুল কায়েস দুপুর ২টা থেকে সাড়ে তিনটা অবধি ফিটনেস ও রানিং শেষে আধা ঘণ্টার ব্যাটিং সেরেছেন। যাতে তুষ্ট অনুশীলনের দায়িত্বের কোচ মিজানুর রহমান বাবুল। ‘ও ব্যাটিং আমার কাছে ভালই মনে হয়েছে। সবার মত ইমরুলও আজ আধা ঘণ্টা ব্যাটিং করেছে, বেশ ভাল টেকনিক নিয়েই করেছে। দেখা যাক প্রস্তুতি ম্যাচে কেমন করে’

সৌম্য, নাইম ও ইমরুলের অনুরুপ মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুবও বোলিং শেষে আধা ঘণ্টার ব্যাটিংয়ে ঘাম ঝড়িয়েছেন। আর এর মধ্য দিয়েই শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের প্রথম দিনের প্রস্তুতি।

রোববার (২ মে) প্রাথমিক দলে ডাক পাওয়াদের একাংশের এই অনুশীলনে এই ছয় টাইগারই এসেছিলেন। এর বাইরের ছিলেন কেবল পেসার আল আমিন হোসেন ও মেহেদি হাসান রানা।

প্রস্তুতির শুরুটা হয়েছিল দুপুর ২টায়। শের-ই-বাংলা জাতীয় ক্রিকট স্টেডিয়ামে ১০ মিনিটের ওয়ার্ম আপ শেষে সবাই চলে যান ইনডোরের নেটে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মাহমুদউল্লাহ সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর