Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের জন্য বিসিবি’র প্রায় ২ কোটি টাকা প্রণোদনা


১ মে ২০২১ ১৭:১১

করোনার দাপটে ভাল নেই দেশের ঘরোয়া ক্রিকেটাররা। মহামারিকালে তাদের অস্বচ্ছ্লতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ১৭২০ ক্রিকেটারকে প্রায় ২ কোটি টাকার আর্থিক প্রণোদনা দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি’র চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররাও এই অনুদানের আওতাভূক্ত থাকবেন। অনুদানের তালিকায় থাকা ১৭২০ ক্রিকেটারের মধ্যে ১৪৩২ জনই ছেলে বাকি ২৮৮ জন মেয়ে ক্রিকেটার।

বিজ্ঞাপন

শনিবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, বিসিবি।

বিসিবি’র দেওয়া তথ্যমতে, যারা বিসিবি সভাপতির অনুদান পেতে যাচ্ছেন সবাই দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসর যেমন: ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ লিগ, জাতীয় নারী ক্রিকেট দল, নারী ইমার্জিং, অনু-১৯, জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন লিগ ও প্রথম বিভাগ লিগের প্লেয়ার।

অবশ্য শুধু এবারই নয়, গত বছরও করোনা অতিমারির সময়ে ঘরোয়া ক্রিকেটর অসচ্ছ্বল প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছিল টাইগার ক্রিকেট প্রশাসন।

নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর