সেঞ্চুরি-তামিম লুকোচুরি খেলা চলছেই
১ মে ২০২১ ১৪:৪৬
শ্রীলংকা সফরে তামিম ইকবালের সঙ্গে যেন লুকোচুরি খেলায় মেতে উঠেছে সেঞ্চুরি! তিন অঙ্কের জাদুকরি সংখ্যাটি তামিম যতই পই পই করে খুঁজেছেন তা ততই পালিয়ে বেড়াচ্ছে। যেন কিছুতেই ধরা দিতে চাইছে না! সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য এসে অধরা সেই শতককে প্রায় ধরে দেশ সেরা এই রান সংগ্রাক। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলেন, ফিরে গেলেন ৯২ রানে।
পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্যুতিময় ব্যাটিংয়ে তামিম যখন তিন অঙ্কের জাদুকরি সংখ্যা থেকে মাত্র ১০ রান দূরে তখন স্লিপে আউট হলেন খোঁচা দিয়ে। দ্বিতীয় ইনিংসেও একই ব্যাটিং দাপট অব্যাহত রাখায় সেঞ্চুরি যখন তার জন্য সময়ের ব্যাপার হয়ে উঠেছিল তখন বাঁধ সাধল বেরসিক বৃষ্টি। ৭৪ রানে অপরাজিত থেকেই অতৃপ্ত থাকতে হল দেশ সেরা এই রান সংগ্রাহককে।
তৃতীয় টেস্টেও প্রথম টেস্টের প্রথম ইনিংসের ভাগ্য বরণ করে নিতে হল তামিমকে। দাপুটে ব্যাটিংয়ে ৫৭ বলে দিনের প্রথম সেশনে পা রাখেন ৩১তম ফিফটিতে। এরপর ব্যাট ছোটান বহুকাঙ্খিত শতকের দিকে। প্রায় পৌঁছেও গিয়েছিলেন স্বপ্লিল গন্তব্যে। কিন্তু চা পানের বিরতির এক ঘণ্টা আগে তার সেই যাত্রায় বাঁধার দেয়াল হয়ে দাঁড়ান অভিষিক্ত প্রভিন জয়ক্রম। তার টার্নে পরাস্ত হয়ে স্লিপে দাঁড়ান লাহিরু থিরিমানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ৯২ রানে। এই সংগ্রহের পথে ১২টি বাউন্ডারিই মেরেছেন চট্টলার এই ছেলে। কোন ছয় অবশ্য নেই। স্ট্রাইক রেট ৬১.৩৩।
তার অনাকাঙ্খিত বিদায়ে দিনের দ্বিতীয় চা বিরতির আগেই ৩ উইকেট খুঁইয়েছে লাল সবুজের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮৩ রান।
এরআগে শনিবার (১ মে) তৃতীয় দিনের শুরুতে ৭ উইকেটের খরচায় ৪৯৩ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের হয়ে অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮, লাহিরু থিরিমানে ১৪০, ওশাদা ফানান্দো ৮১, ও নিরোশান ডিকভেলা সংগ্রহ করেছেন অপরাজিত ৭৭ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪টি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নিয়েছেন ১টি করে উইকেট।