Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংকায় তামিমের টানা তৃতীয় অর্ধশতক

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২১ ১২:১২

লংকানদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটছে টাইগার ওপেনার তামিম ইকবালের। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ঝড়ো অর্ধশতক তুলে নিয়েছিলেন চট্টলার সন্তান। আর প্রথম টেস্টের সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দেখা পেলেন অর্ধশতকের। পাল্লেকেলেতে টানা তৃতীয় অর্ধশতক তুলতে তামিম খেলেন মাত্র ৫৭টি বল।

ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই লংকান বোলারদের ওপর চড়াও তামিম ইকবাল। ঝড়ো প্রথম ইনিংসেই দলকে দুর্দান্ত শুরু এনে দেন দেশসেরা এই ব্যাটার।

বিজ্ঞাপন

তাসকিনের দাপটের পরেও রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা লংকানদের

ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন তামিম। ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তামিম। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই দেশসেরা এই ওপেনার। অন্যদিকে তামিমকে যোগ্য হিসেবেই সঙ্গ দিচ্ছেন সাইফ হাসান। তামিম ঝড়ো গতিতে রান তুললেও উইকেটের অপরপ্রান্তে সাইফ হাসান বেশ দেখে শুনেই খেলছেন।

ইনিংসের ১৫তম ওভারের ৫ম বলে মেন্ডিসের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বল ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়ে পূর্ণ করেন নিজের অর্ধশতক। তামিম যখন অর্ধশতক পূর্ণ করলেন সে সময় টাইগারদের দলীয় স্কোরবোর্ডে রান সংখ্যা ৬১।

এটি চলতি সিরিজে তামিমের টানা তৃতীয় অর্ধশতক। এর আগে পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ বলে ৯০ রান করে আউট হন। এরপর দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ৭৪ রান তোলার পর বৃষ্টির কারণে পঞ্চম দিন শেষ ঘোষণা করা হয়। আর তাতেই একটি শতকের আক্ষেপ রয়ে যায় তামিমের।

বিজ্ঞাপন

এবার সিরিজের শেষ টেস্টে এই রিপোর্ট লেখা অবধি ৭৫ বলে ৬৩ রানে অপরাজিত আছেন তামিম। ইনিংস গুছিয়েছেন ১১টি চারে। আর বাংলাদেশ দলের সংগ্রহ বিনা উইকেটে ৮০ রান। উইকেটের অপরপ্রান্তে তামিমকে সঙ্গ দিচ্ছেন সাইফ হাসান। তিনি ব্যাট করছেন ৪৯ বলে ১৩ রানে।

সারাবাংলা/এসএস

অর্ধশতক টপ নিউজ টানা তৃতীয় অর্ধশতক তামিম ইকবাল দ্বিতীয় টেস্ট শ্রীলংকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর