Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাঁধায় দ্বিতীয় টেস্ট


৩০ এপ্রিল ২০২১ ১৬:০৬

পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ছুটতে থাকা শ্রীলংকার লাগাম টেনে ধরেছেন বাংলাদেশি পেসার পেসার তাসকিন আহমেদ। এর মধ্যেই বৃষ্টি বাগড়া! বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

৬ উইকেটে ৪২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। চা বিরতি শেষে বল মাঠে গড়াতে পেরেছে মাত্র ৩ ওভার। তারপরই অঝোড় বর্ষণ শুরু করে ক্যান্ডির আকাশ।

বিজ্ঞাপন

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ৪৩৬। উইকেটে ছিলেন নিরোশান ডিকওয়েলা (৪২) ও রমেশ মেন্ডিস (১২)।

উল্লেখ্য, বৃষ্টির কারণে একই মাঠে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টের খেলাও বিঘ্নিত হয়েছিল। প্রথম টেস্টে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল অনেকবার।

টেস্ট সিরিজ তাসকিন আহমেদ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর