Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার লাগাম টেনে ধরেছেন তাসকিন


৩০ এপ্রিল ২০২১ ১৫:৪৫

সুযোগ তৈরি করেও ফিল্ডারদের ব্যর্থতায় পাল্লেকেলে টেস্টের প্রথম দিন সাফল্য মিলেনি। শ্রীলংকাও উঠে যাচ্ছিল রান পাহাড়ের চূড়ায়। কিন্তু তাতে বদলে যাওয়া তাসকিনের আত্মবিশ্বাস ও উদ্যোমে প্রভাব ফেলতে পারেনি। দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখে আজ শ্রীলংকার লাগাম টেনে ধরেছেন বাংলাদেশি পেসার। প্রথম দিনে মাত্র এক উইকেট হারানো শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের প্রথম দুই সেশনে উইকেট হারিয়েছে পাঁচটি। যার তিনটিই নিয়েছেন তাসকিন। ৬ উইকেটে ৪২৫ রান তুলে দ্বিতীয় দিনের চা বিরতিতে গেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট। চার উইকেটে ৩৩৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন ওশাদা ফার্নান্দো (৬৫) ও পাথুম নিশাঙ্কা (০)। এই নিশাঙ্কাকাকেই নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। দুর্দান্ত বোলিং করতে থাকা বাংলাদেশি পেসারের বলে সরাসরি বোল্ড হয়েছেন শ্রীলঙ্কান তরুণ।

চার বল পর উইকেটে জমে যাওয়া ওশাদা ফার্নান্দোকে ফেরান মেহেদি হাসান মিরাজ। অনবরত বোলিং করে সাফল্য না পাওয়া মিরাজকে উইকেট ছেড়ে খেলতে এসে স্ট্যাম্পিং হয়েছেন ফার্নান্দো। ফেরার আগে ২২১ বল খেলে ৮টি চারের সাহায্যে ৮১ রান করেছেন শ্রীলঙ্কান তরুণ। নিশাঙ্কা ফিরেছেন ৩০ রান করে।

এর আগের সেশনটা ছিল তাসকিনময়। আগের দিনের মতো আজও দিনের শুরুতে নতুন বলে গতি ঝড় তোলেন বাংলাদেশি পেসার। তরুণ শরিফুলকে সঙ্গে দিনের শুরুতে মাঝে মধ্যেই শ্রীলংকানদের বিপদে ফেলেন তাসকিন। প্রথম ঘণ্টায় অবশ্য উইকেট মিলেনি। তবে ধারাবাহিকতার পুরস্কার মিলেছে পরে।

পানি পানের বিরতির পর একটু অমনোযোগী হয়ে পড়লেন কিনা তাসকিনের বাইরের বলে আলসে শট খেললেন থিরিমান্নে। বল তার গ্লাভস ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের কাছে। তার আগে ২৮৯ বল খেলে ১৫টি চারের সাহায্যে ১৪০ রান করেছেন লঙ্কান ওপেনার।

দুই বল পর আর একটা উইকেট পেতে পারতেন তাসকিন। তার লেংথ বল ডিফেন্স করতে গিয়ে মিস করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বল ব্যাটের কানা ছুঁয়ে বল উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে চলে যায়। কিন্তু বুঝতে না পেরে বাংলাদেশি ফিল্ডাররা আবেদনই করলেন না! অবশ্য এই হতাশা বাড়তে দেননি তাসকিন। নিজের পরের ওভারেই ম্যাথুসকে (৫) উইকেটের পেছনে ক্যাচ বানান গতি তারকা। তার কিছুক্ষণ পর প্রথম ইনিংসে দেড়শ ছড়ানো ধনঞ্জয়া ডি সিলভাকে (২) ফিরিয়ে দিনের প্রথম সেশনটা বাংলাদেশের করে দেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

টপ নিউজ তাসকিন আহমেদ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর