দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠাল শ্রীলংকা
২৯ এপ্রিল ২০২১ ১০:১২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১০:১৯
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট পাল্লেকেলেতে কিছুক্ষণ পরেই মাঠে গড়াচ্ছে। আর দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
প্রথম টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে এসেছে মাত্র একটি পরিবর্তন। পেসার এবাদত হোসেনের জায়গায় এদিন অভিষেক ঘটেছে তরুণ পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে দিকে লঙ্কান একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে এসেছে রমেশ মেন্ডিস আর অভিষেক ঘটেছে বাঁ হাতি স্পিনার পারভিন জয়াউইক্রামার।
শ্রীলংকা একাদশ: দিমুথ কুরানারত্নে (অধিনায়ক), লাহিরু থ্রিমান্নে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, পারভিন জয়াউইক্রামা এবং বিশ্ব ফার্নাদো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ।
সারাবাংলা/এসএস