Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমেরিট পয়েন্ট পেলো পাল্লেকেলের উইকেট


২৮ এপ্রিল ২০২১ ২১:৫৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ০৩:৫৮

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের পিচ নিয়ে আলোচনা চলছে কদিন ধরেই। টেস্টের চতুর্থ, পঞ্চম দিনেও পিচ ছিল ব্যাটিং সহায়ক। শুরুতে পেসাররা কোনো সুবিধা পাননি, পরে স্পিনাররাও টার্ন পাননি। পুরো ব্যাটিং সহায়ক বলতে যা বোঝায় তাই দেখা গেছে পাল্লেকেলেতে। আইসিসির চোখে পাল্লেকেলের পিচ গড়পড়তা মানের নিচে। এমন একতরফা উইকেটের জন্য শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে পাল্লেকেলে স্টেডিয়াম।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুযায়ী কোন পিচ ‘গড়পড়তা মানে নিচে’ রেটিং পেয়ে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়। ‘নিম্নমানের’ উইকেট বিবেচনা হলে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় তিনটি। ‘অনুপযুক্ত’ বিবেচনা হলে পাঁচ ডিমেরিট পয়েন্ট। পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু ৫টি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছর নিষিদ্ধ থাকবে। আর ১০ পয়েন্ট হলে দুই বছর।

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের বিবেচনায়, ‘পাঁচ দিনে খুব একটা পাল্টায়নি উইকেটের আচরণ। ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে ব্যাটে-বলে ভারসাম্যে আসেনি কোনো পরিবর্তন। পুরো সময়টাতেই ব্যাটিং সহায়ক থেকেছে উইকেট। পাঁচ দিনে উইকেট পড়েছে ১৭টি, রান হয়েছে ১২৮৯। উইকেট প্রতি রান এসেছে ৭৫.৮২ করে, যা খুব বেশি। আইসিসির গাইডলাইন অনুযায়ী, এই পিচ আমার কাছে গড়পড়তা মানের নিচে।’

ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কোচ মিকি আর্থারও বলেছিলেন, এমন উইকেট চাননি তারা।

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর