রাতে পিএসজি-ম্যানসিটি মহারণ
২৮ এপ্রিল ২০২১ ১৯:০৩ | আপডেট: ৯ মে ২০২১ ১৪:০৪
কদিন আগে ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে কতো ডামাডোল। ইউরোপে মাঠের বাইরের ওই ফুটবল আলোড়ন এখন চুপসে গেছে। এদিকে মাঠের ফুটবলে রোমাঞ্চও তুঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ড্র করে আলোচনা বাড়িয়ে দিয়েছে চেলসি। আজ আরেক সেমিতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।
পিএসজির মাঠে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মাঠে গড়াবে ‘হাইভোল্টেজ’ ম্যাচটি। নিশ্চয় জয়ের জন্য মরিয়া থাকবে দুই দলই। দুদলের আরও কতো মিল!
মধ্যপ্রাচ্যের অর্থের ঝনকানিতে পিএসজি-ম্যানসিটি দুই দলই এখন ইউরোপের শক্ত প্রতিপক্ষ। সম্প্রতি কয়েক বছরে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে শিরোপা জেতাটা নিয়ম বানিয়ে ফেলেছে পিএসজি। ম্যানচেস্টার সিটিও ইদানিং নিয়মিত প্রিমিয়ার লিগ শিরোপার দেখা পাচ্ছে। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে হতশ্রি দশা! চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি কোনো দলেরই। পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। পিএসজি অবশ্য গতবার কাছাকাছি গিয়েছিল। কিন্তু ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছুয়ে দেখা হয়নি। ফলে শিরোপার কাছাকাছি যেতে দুই দলই যে আজ অন্য দলকে ছিটকে ফেলতে চাইবে সেটা বুঝতে ফুটবলবোদ্ধ হওয়ার প্রয়োজন নেই।
দুদলের ডাগআউটেও একটা মিল খুঁজতে পাবেন কেউ কেউ। মরিজিও পচেত্তিনো পিএসজির কোচ হওয়ার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহামের কোচ ছিলেন। সে হিসেবে মাঝে মধ্যেই গার্দিওলার সিটির মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টাইন এই কোচকে। সেই মোকাবিলায় গার্দিওলা অনেকটা এগিয়ে। দুই কোচের মুখোমুখিতে গার্দিওলার দল জিতেছে ১০ ম্যাচ, পচেত্তিনোর দল ৩টি। তবে এই পরিসংখ্যান একপাশে রেখে আজকের ম্যাচে ফেভারিট তকমায় পিএসজি এগিয়ে।
ফ্রান্সের দলটির নিজের মাঠে খেলা। তাছাড়া দলে আছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ডি মারিয়ার মতো তিনজন ফুটবলার। গত বছর ফাইনালে বায়ার্নের বিপক্ষে হারতে হয়েছিল পিএসজিকে। এবার কোয়ার্টার ফাইনালে বায়ার্নকে বিদায় করেছে পিএসজি, যার মূল কারিগর ছিলেন নেইমার। পচেত্তিনোর দলের মেরুদণ্ডও ব্রাজিলিয়ান সুপারস্টার। শেষ ষোলোতে বার্সেলোনাকে বিদায় করেছে পিএসজি। চোটের কারণে নেইমার সেই ম্যাচে ছিলেন না। কিন্তু এমবাপে সেই শূন্যতাটা বুঝতেই দেননি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বার্সাকে ছিটকে ফেলেন ফরাসি তরুণ। নেইমার-এমবাপে জুটি কতোটা ভয়ঙ্কর সেটা গার্দিওলা নিশ্চয় জানেন। ম্যানসিটি কোচ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটা প্রকাশ করতেও দ্বিধা করলেন না।
গার্দিওলা বলেছেন, ‘তাদের আক্রমণভাগ একটু বেশিই ভালো। গত রাতে আমি ঘুমাতে পারছিলাম না। কিন্তু যখন তাদের নিয়ে (নেইমার-এমবাপে) ভাবনা বন্ধ করে দিলাম তখনই শুধু ঘুমাতে পেরেছি। এটাই বাস্তবতা। তারা শীর্ষ মানের খেলোয়াড়। এই কারণে তারা এমন মানসম্পন্ন দলে খেলে। তাদের থামানোর চেষ্টা করতে আমরা প্রস্তুত। সবাই মিলে তাদের আটকাতে হবে।’
ম্যানসিটিকে আটকানোর চেষ্টাও ভালোভাবে করতে হবে পিএসজিকে। প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ১৭ ম্যাচের সবকটিই জিতেছে গার্দিওলার দল। ইদানিং স্ট্রাইকারহীন একাদশ সাজাচ্ছেন গার্দিওলা, যেখানে কারও ওপর নির্ভার না হয়ে দল হিসেবে খেলার চেষ্টা থাকছে। ফলে কাজটা আরও কঠিন হবে পিএসজি। মাঝমাঠে আলো ছড়াতে থাকছেন ডি ব্রুইনা। স্টোনসে চোট কাটিয়ে ফিরছেন বলে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন গার্দিওলা। এদিকে, চোট কাটিয়ে পিএসজির একাদশে ফেরার কথা মার্কো ভেরাত্তির। কদিন আগে মার্কিনিয়সও অনুশীলনে ফিরেছেন বলে চাইলে তাকেও পাচ্ছেন পচেত্তিনো।
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বছর আগে মুখোমুখি হয়েছিল পিএসজি-ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের সেই ম্যাচে পিএসজি মাঠে প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে সিটির মাঠে ১-০ গোলে জিতেছিল ম্যানসিটি। আজ কোন দল এগিয়ে যায় সেটাই দেখার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিলিয়ান এমবাপে নেইমার পিএসজি ম্যানচেস্টার সিটি