Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল


২৮ এপ্রিল ২০২১ ১৫:৩০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৬:৪৬

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে কোন পরিবর্তন আনা হয়নি। প্রথম টেস্টের জন্য ঘোষণাকৃত ১৫ সদস্যের দলই অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়য়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞপ্তি মোতাবেক ১৫ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

একই ভেন্যুতে গত ২১- ২৫ এপ্রিল গড়ান সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে ড্র।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর