Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিজম্যানের জোড়া গোলে জিতে শিরোপা দৌড়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২১ ২২:৪৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ০৪:০৯

ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে বর্তমান চ্যাম্পিয়নও রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। আর বর্তমান লিগ লিডার অ্যাটলেটিকোর চেয়ে পিছিয়ে ছিল পাঁচ পয়েন্টে। অ্যান্তোনিও গ্রিজম্যানের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা।

তবে রিয়ালের সমান পয়েন্ট হলেও রিয়ালকে টপকে এখনই লিগের দুইয়ে উঠে আসতে পারেনি বার্সা। কারণ দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুবারই বার্সাকে হারিয়েছে রিয়াল, আর তাতেই দুই দলের সমান ৭১ পয়েন্ট হলেও তিন নম্বরে অবস্থান করছে বার্সা। তবে রিয়ালকে টপকাতে বার্সার হাতে অতিরিক্ত একটি ম্যাচ রয়েছে, নিজেদের পরবর্তী ম্যাচে অন্ততপক্ষে ড্র করলেও রিয়ালকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসবে কাতালানরা।

বিজ্ঞাপন

এদিকে বার্সার সমান ৩২টি ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রোববার ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ২৬তম মিনিটেই গোল হজম করে বসে সফরকারী বার্সা। তবে ম্যাচে সমতায় ফিরতে খুব বেশি সময় ব্যয় করেনি বার্সা। ২৬তম মিনিটে দারুণ পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাঝমাঠ থেকে পাউ তরেসের থ্রু পাস ধরে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন নাইরেজিয়ান উইঙ্গার সামুয়েল চুকওয়েজে।

মিনিট দুই পরে মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান অস্কার মিনগেসা। অফসাইডের গেরো কাটিয়ে ভিয়ারিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন গ্রিজম্যান। এরপর ভিয়ারিয়াল গোলরক্ষকের মাথায়র ওপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান। সমতায় ফেরার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। আর ভিয়ারিয়ালকে ভুল করতে বাধ্য করে। ৩৫তম মিনিটের মাথায় ডি বক্সের বাইরে জটলার মাঝে বল বিপদমুক্ত না করে ডিফেন্ডার হুয়ান ফয়েত দুর্বল ব্যাকপাস দেন গোলরক্ষকের উদ্দেশ্যে, আর সেখানেই দাঁড়িয়ে ছিলেন গ্রিজম্যান। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে ২-১ গোলের লিড এনে দেন।

বিজ্ঞাপন

এরপর ম্যাচের ৬৫তম মিনিটে ভিয়ারিয়ালের ম্যানুয়েল ত্রাইগুয়েরোরস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। তবে ১০ জনের দলের বিপক্ষেও আর ব্যবধান বাঁড়াতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও গ্রিজম্যান টপ নিউজ বার্সেলোনার জয় ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা লা লিগা শিরোপা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর