Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইউনাইটেডকে রুখে দিল লিডস


২৫ এপ্রিল ২০২১ ২২:১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষভাগে এসে লিডস ইউনাইটেড যেন চমকের পসরা সাজিয়ে বসেছে! নবাগত দলটি লিভারপুলের বিপক্ষে ড্র করার পর কদিন আগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে। আজ ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিল নবাগত দলটি।

টানা পাঁচ ম্যাচ জিতে লিডসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। ফর্মে থাকা দলটিকে আজ জিততে দেয়নি লিডস। এই ড্র’তে পয়েন্ট টেবিলের নয় নম্বরে উঠে এসেছে লিডস। ইউনাইটেড টেবিলের দুই নম্বরেই। ৩৩ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের দলটির পয়েন্ট ৬৭। তাদের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানসিটি। অপর দিকে সমান ম্যাচে লিডসের পয়েন্ট ৪৭।

বিজ্ঞাপন

লিডসের মাঠে ইউনাইটেড যে আজ ভালো ফুটবল খেলতে পেরেছে সেটাও বলার সুযোগ নেই। ম্যাচে ম্যানচেস্টারের দলটির বলের দখল ছিল ৫৬ শতাংশ, লিডসের ৪৪ শতাংশ। সুযোগ তৈরিতে অবশ্য বেশ এগিয়ে ছিল ইউনাইটেড। তবে শেষ শটটা ঠিক মতো না নিতে পারার আক্ষেপে ভুগতে হয়েছে।

মার্কাস রাশফোর্ডের ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্ণারের বিনিময়ে ঠেকিয়ে দেন লিডস ইউনাইটেড, বিরতির আগে এটাই ছিল ইউনাইটেডের বলার মতো আক্রমণ। বিরতির পরেও সেভাবে চাপ বাড়তে পারেনি সফরকারীরা।

সব মিলিয়ে ইউনাইটেড লক্ষ্যে শট নিতে পেরেছে চারটি। বিপরীতে লিডস লক্ষ্য শট নিয়েছে তিনটি। যাতে গোল পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড লিডস ইউনাইটেড

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর