Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুমিনুলের বেসুরা তানপুরায় সুর বেঁধেছেন তামিম-তাসকিন


২৫ এপ্রিল ২০২১ ২০:৫৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২১:১২

সাদা পোশাকের ক্রিকেটে তাল, লয় হারিয়ে ঠিক যেন বেসুরা তানপুরার মত হয়ে পড়েছিল বাংলাদেশ দল। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের পাঁচ ম্যাচে জয় দূরে থাক ড্র নামক শব্দটিও এতদিন ধরা দেয়নি। কেবলই হার আর হারের গল্প। অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে তাল, লয় খুঁজে পেলেন অধিনায়ক মুমিনুল হক। তাতে বেসুরা তানপুরাটিও আবার সুর লহরি ছড়িয়ে বেজে উঠল। লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হলো ড্র। অতিথি কাপ্তানের মতে, এই সুরের মূল স্রষ্টা, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

পাল্লেকেলেতে সেদিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের টোন সেট করে দিয়েছিলেন তামিম ইকবাল। তার দ্যুতিময় ব্যাটিংয়েই মূলত লঙ্কানদের বিপক্ষে অতিথিদের রানের চাকা সজোরে ঘুরতে শুরু করে। যা উজ্জীবিত করেছিল পরের অর্ডারের ব্যাটারাদের। সেই উজ্জীবনী শক্তি নিয়েই নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস ছোটান ব্যাটিং রথ। তাতে ৫৪১ রানের পাহাড়সম সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আর বোলিংয়ে রান প্রসবা উইকেটে কক্ষচ্যুত টাইগারদের কক্ষে ফেরান গতি তারকা তাসকিন আহমেদ। তার ধারাবাহিক গতি ও বাউন্সারে স্বাগতিকদের রানের লাগাম টেনে ধরে। সঙ্গত কারণেই এই দুই সতীর্থকেই তার বেসুরা তানপুররার শিল্পি বলে আখ্যা দিলেন মুমিনুল।

তার মুখেই শুনুন, ‘ব্যাটিংয়ের কথা যদি বলেন আমাদের টোন সেট করে দিয়েছে তামিম ভাই। উনার ৯০ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর শান্ত আউটস্টান্ডিং ব্যাট করেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে দল হিসেবে সবাই ভাল করেছে, দলীয় পারফরম্যান্স ছিল। লিটন, মুশফিক ভাই সবাই। বোলিংয়ে তাসকিন আউটস্ট্যান্ডিং চেষ্টা চালিয়েছে। ও অনেক চেষ্টা করেছে।’

পাল্লেকেলের রান প্রসবা উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে তামিম ইকবালের ৯০ রানের সেই নান্দনিক ইনিংসের পর নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১৬৩ রানের অনবদ্য এক ইনিংস। এরপর মুমিনুলের ব্যাটে এসেছে ১২৭ রান। রান বঞ্চিত মুশফিকুর রহিম (৬৮), লিটন দাসও (৫০)। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে তো ডাবল সেঞ্চুরিই (২৪৪) মেরে দিলেন, যা তার ক্যারিয়ারের প্রথম। রান বন্যা দেখা গেছে ধনঞ্জয় ডি সিলভার ব্যাটেও (১৬৬)। এতে করে শ্রীলঙ্কাও প্রথম ইনিংসে স্কোর বোর্ডে যোগ করেছে ৬৪৮ রান।

পক্ষান্তরে দু দলের বোলাররা তুলনামুলক নিস্প্রভ থেকেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের উইকেট পড়েছে ৭টি। যেখানে ৪টিই নিয়েছেন বিশ্ব ফর্নান্দো। আর লঙ্কানদের ৮টি। এই মিশনে সবচেয়ে সফল তাসকিন আহমেদ। ৩০ ওভার বল করে ৩.৭৩ রেটে ১১২ রান দিয়ে ঝুলিতে পুরেছেন ৩ উইকেট। বোলারদের এমন অনুজ্জ্বল থাকার পেছনে অন্য কিছু নয়, পাল্লেকেলের উইকেটেরই দায় দেখছেন টাইগার কাপ্তান। তবে উইকেট যেমনই হোক, বিদেশ বিভুঁয়ে ম্যাচটি স্বস্তির ড্র’য়ে শেষ হয়ে এতেই তিনি ‍খুশি।

‘বোলিং যদি বলেন। এই উইকেটে বোলারদের যে কিছু ছিল তা বলা কঠিন। বোলাররা চেষ্টা করেছে। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় সবাই চেষ্টা করেছে। স্পিনার, পেস বোলার যে যখনই আসছে। আমার মনে হয় এটা মেনে নেওয়াই ভাল। ড্র হওয়াটাই ভাল হয়েছে।’

আগামী ২৯ এপ্রিল থেকে ৩ মে এই পাল্লেকেতেই গড়াবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।

টপ নিউজ তামিম ইকবাল তাসকিন আহমেদ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর