Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বস্তির জয়ে পাকিস্তানের সিরিজ জয়


২৫ এপ্রিল ২০২১ ১৯:৪৬

মাত্র ৯৯ রানে গুটিয়ে গিয়ে দুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছিল পাকিস্তান। আজ তেমনটা হলে খর্ব শক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের লজ্জ্বায় পড়তে হতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। তেমনটা অবশ্য হয়নি। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমের দারুণ ব্যাটিং আর হাসান আলির দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে আজ ২৪ রানে হারিয়েছে পাকিস্তান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিল বাবর আজমের দল। সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল পাকিস্তান।

বিজ্ঞাপন

রোববার (২৫ এপ্রিল) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান বুঝতেই দেয়নি যে দুদিন আগে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা। বাবর আজমকে তিনে ঠেলে ওপেনিংয়ে নামানো হয়েছিল শারজিল খানকে। তরুণ ওপেনার অবশ্য সফল হতে পারেননি (১৫ বলে ১৮)। তবে তিনে নেমে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আবারও জমে উঠে বাবরের জুটি।

তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ১৩৪ রানের। একেবারে ২০তম ওভারের তৃতীয় বলে ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৫২ রানে আউট হন বাবর। রিজওয়ান ৬০ বলে ৯১ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তার ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৩টি। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান থেমেছে ১৬৫ রানে।

পরে ওপেনার ওয়েসলি মাদভেরের ব্যাটে জিম্বাবুয়েও বেশ ভালোই জবাব দিচ্ছিল। মাদভেরে ও মারুমানির ব্যাটে ১৩ ওভারে একশ পেরিয়ে যায় জিম্বাবুয়ে। হাসান আলির দুর্দান্ত ব্যাটিংয়ে পরে আর এই গাতিটা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস।

ওপেনার মাদভেরে ৪৭ বলে ৭টি চারে ৫৯ রান করেছেন। মারুমানি ২৬ বলে ৪টি চারে ৩৫ রান করেছেন। হাসান আলি চার ওভার বোলিং করে ১৮ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ বাবর আজম মোহাম্মদ রিজওয়ান হাসান আলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর