Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবালের অবিশ্বাস্য রেকর্ড


২৫ এপ্রিল ২০২১ ১৯:১২

পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনের দ্যুতিময় ব্যাটিংয়ে অবিশ্বাস্য এক রেকর্ডের মালিক বনে গেলেন তামিম ইকবাল। অবশ্যই এর আগে এমন রেকর্ড দেখেনি ক্রিকেট বিশ্ব। সেটা হল, দলীয় রানের সঙ্গে ব্যক্তিগত রানের ব্যবধানের রেকর্ড। আগে যা একচ্ছত্র দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার জন লিয়ন্স ও ক্যারিবিয় ক্রিস গেইল।

রোববার (২৫ এপ্রিল) ক্যান্ডিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিমের যখন ফিফটি হলো, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর এর চেয়ে মাত্র ২ রান বেশি, অর্থাৎ ৫২! এর আগে কোনো ব্যাটসম্যান অর্ধশতক ছোঁয়ার সময় দলের সর্বনিম্ন স্কোর ছিল ৫৫।

বিজ্ঞাপন

সেটাও আজ থেকে ‘মাত্র’ ১৩১ বছর আগে। ১৮৯০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনার জন লিয়ন্সের অর্ধশতকের সময় তাঁদের দলীয় স্কোর ছিল ৫৫।

১২৪ বছর পরে অজি লিয়ন্সের রেকর্ড ছুঁতে পেরেছিলেন শুধুই ক্যারিবিয় টর্নেডো ক্রিস গেইল। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পোর্ট অব স্পেনে তাঁর অর্ধশতকের সময়ও ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫৫। আজ পাল্লেকেলেতে তাদের রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের সেরা রান সংগ্রাহক তামিম ইকবাল।

পাল্লেকলে টেস্টে তামিম ইকবালের ৯০ ও ৭৪*, নাজমুল হোসেন শান্তর ১৬৩, মুমিনুল হকের ১২৭, মুশফিকুর রহিমের ৬৮* ও লিটন দাসের ৫০ রানে দেশের বাইরে টানা ৯ টেস্ট হারার পর একটি ম্যাচে ড্র’র স্বাদ পেল বাংলাদেশ। এর ড্রয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্টের দেখাও পেল লাল সবুজের দল।

৩ উইকেট নিয়ে বাংলদেশের সফল বোলার তাসকিন আহমেদ। তাইজুল ইসলামের শিকার ২টি। এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজের শিকার ১টি করে।

বিজ্ঞাপন

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর