হেরে শিরোপার অপেক্ষা বাড়ল বায়ার্নের
২৫ এপ্রিল ২০২১ ০৩:৪৬
গাণিতিক পরিসংখ্যান বলছিল মাইঞ্জের বিপক্ষে জিতলেই আবারও জার্মান বুন্দেস লিগা ঘরে তুলবে বায়ার্ন। তবে টানা ৯ম শিরোপা জয়ের এত কাছে এসেই খেই হারিয়ে ফেললো বাভারিয়ানরা। লিগের নিচের সারির দল মাইঞ্জের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেই বসল বায়ার্ন।
বুন্দেস লিগায় টানা আট ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। ইয়োনাথান বুর্কহার্টের নৈপুণ্যে মাইঞ্জ এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিন কুয়াইসন। শেষ দিকে বায়ার্নের একমাত্র গোলটি করেন চোট কাটিয়ে মাঠে ফেরা রবার্ট লেভান্ডোফস্কি।
খেলার তিন মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে বায়ার্ন। দশম মিনিটে আবারও গোল খেতে বসেছিল বায়ার্ন। মাইঞ্জ অধিনায়ক ডানির দুর্বল হেডে বল লেয়ন গোরেৎজেকার গায়ে লেগে ভিতরে ঢুকতে যাচ্ছিল, তবে ত্রাতা হয়ে সে যাত্রায় বাভারিয়ানদের রক্ষা করেন ম্যানুয়েল নয়্যার। তারপরও বিপদ হতে পারত; কিন্তু বল পোস্টে লাগলে বেঁচে যায় তারা। আট মিনিট পর আবারও ভাগ্যের জোরে বাঁচে সফরকারীরা। কস্তার ক্রসে বল এক জনের গায়ে লেগে পোস্টে বাধা পায়।
তবে এর মাঝেও গোলের দারুণ এক সুযোগ পায় বায়ার্ন। কিন্তু চোট কাটিয়ে এক মাস পর ফেরা লেভান্ডোফস্কির লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ হয় বায়ার্ন। এদিকে উল্টো ম্যাচের ৩৭তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বায়ার্ন। ফিলিপের ক্রসে হেডে গোলটি করেন সুইডেনের ফরোয়ার্ড রবিন কুয়াইসন।
দ্বিতীয়ার্ধে আরও বেশি বল দখলে রেখে আক্রমণে মনোযোগী হয় বায়ার্ন। কিন্তু তা খুব একটা কাজে দেয়নি। পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলের দেখা পায় বায়ার্ন। ডি বক্সে ডান পায়ের শটে আসরে নিজের ৩৬তম গোলটি করেন পোলিশ তারকা লেভান্ডোফস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বায়ার্ন। আর শিরোপা জয়ের জন্য অপেক্ষা বাড়ে আরও একটি ম্যাচের।
বুন্দেস লিগায় ৩১ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্র আর ৪ হারে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলা লাইপজিগ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুই নম্বরে। রোববার স্টুটগার্টের বিপক্ষে লাইপজিগ ঘরের মাঠে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের।
সারাবাংলা/এসএস
জার্মান বুন্দেস লিগা টপ নিউজ বায়ার্ন মিউনিখের হার মাইঞ্জ বনাম বায়ার্ন মিউনিখ শিরোপার অপেক্ষা