Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতার বিপক্ষে রাজস্থানের সহজ জয়


২৫ এপ্রিল ২০২১ ০২:৫০

একটা জয় খুব করেই দরকার ছিল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের। চলতি আইপিএলে নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একটা করে জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল দুই দল। মুখোমুখি লড়াইয়ে কলকাতাকে হারিয়ে আজ জয়ের দাবি মেটাতে পেরেছে রাজস্থান। আইপিএলের ১৮তম ম্যাচে কলকাতার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে রাজস্থান।

ম্যাচটা হওয়ার কথা ছিল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দ্বৈরথের। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব, মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আজ কলকাতা-রাজস্থান মুখোমুখি হয়েছিল বলে সাকিব-মোস্তাফিজেরও প্রতিপক্ষ হওয়ার কথা ছিল। কিন্তু সাকিব কলকাতার একাদশে জায়গা করে নিতে পারেননি বলে সেটা আর হয়ে উঠল না। তবুও ম্যাচটা দেখে মন ভড়ে যাওয়ারই কথা বাংলাদেশি সমর্থকদের! সাকিবের অনুপস্থিতিতে রাজস্থানের হয়ে যে দুর্দান্ত বোলিং করলেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে আজও সুবিধা করতে পারেনি ভুগতে থাকা কলকাতার ব্যাটিং ইউনিট। আর এর বড় কারণ মোস্তাফিজ আর ক্রিস মরিচের দুর্দান্ত বোলিং। বাংলাদেশি পেসার উইকেট অবশ্য পেয়েছেন মাত্র ১টি। তবে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ২২টি।

মোস্তাফিজের ওভারগুলোতে সেভাবে রান তুলতে না পেরে অন্যদের হাঁকাতে চেয়ে পরপর উইকেট হারিয়েছে কলকাতার ব্যাটাররা। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচ করেছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের বাকি দুই ওভার ডেথ ওভারের জন্য রেখে দিয়েছিলেন রাজস্থানে অধিনায়ক সাঞ্জু স্যামসন।

দুটি আলগা বলে দুটি চার হজম করার বিষয়টি বাদ দিলে ডেথ ওভারেও দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। প্যাট কামিন্স, রাহুল ত্রিপাতিরা বারবার পরাস্ত হয়েছেন মোস্তাফিজের স্লোয়ার, কার্টারে। ত্রিপাতিকে তুলে নিলেন কার্টারেই। মোস্তাফিজের কার্টারে ক্যাচ তুলে দিয়েছিলেন প্যাট কামিন্সও। কিন্তু উইকেটরক্ষক স্যামসনের সঙ্গে শিভম দুবের ভুল বুঝাবুঝির কারণে সহজ ক্যাচটা ধরতে পারেনি কেউই।

বিজ্ঞাপন

ক্রিস মরিচ উইকেট পেয়েছেন তিনটি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ৪ ওভারে ২৩ রান খরচায় তিন তুলে নিয়েছেন। কলকাতার ইনিংস থেমেছে ১৩৩ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন রাহুল ত্রিপাতি। এছাড়া দিনেশ কার্তিক ২৫ ও নিতিশ রানা ২২ রান করেছেন।

পরে ১৩৩ রানের জবাব দিতে নেমে শুরুতেই জস বাটলারকে (৫) হারায় রাজস্থান। তবে তরুণ ইয়াশাসভি জয়সওয়াল ও শিভম দুবেকে নিয়ে সেই থাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠেছেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। জয়সওয়াল ১৭ বলে ৫টি চারে ২২ রান এবং দুবে ১৮ বলে ২টি চার, ১টি ছয়ে ২২ রান করে ফিরলে বাকি কাজটা ডেভিড মিলারকে নিয়ে সেরেছেন স্যামসন।

১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৪ রান তুলে ফেলে রাজস্থান। স্যামসন তখন ৪১ বলে ৪২ রানের দারুণ কার্যকারী একটা ইনিংস খেলে অপরাজিত। তার ইনিংসে চারের মার ২টি, ছক্কা ১টি। ডেভিড মিলার ২৩ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন।

আইপিএল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর