Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়োবাবল নিশ্চিত হলে তবেই ডিপিএল


২৪ এপ্রিল ২০২১ ১৪:৪৭

আগামী ৬ মে থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা মহামারির দাপটে তা সম্ভবত হচ্ছে না। হতে পারে কেবল একটি মাত্র শর্তে, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলগুলোর জন্য জৈব সুরক্ষা বলয় তৈরী (বায়ো বাবল) করে দিতে পারে।

অতিমারির কারণে দেশে প্রতিদিন যেভাবে নতুন নতুন সংক্রমন ও মৃত্যুর হার বেড়ে চলেছে তাতে এই মুহুর্তে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো সমীচিত বলে মনে করছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু ঢাকা প্রিমিয়ার লিগই কেন? মহামারির সময় কোন খেলাই মাঠে গড়াক তা তিনি চাচ্ছেন না। তবে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি খেলার পরিবেশ তৈরী করে দিতে পারে অর্থাৎ অংশগ্রহনকারী দলগুলোর জন্য জৈব সুরক্ষা বলয় তৈরী করে দিতে সক্ষম হয় তাহলে তিনি বাঁধ সাধবেন না।

বিজ্ঞাপন

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর কুর্মেটোলা হাসপাতালে তিনি একথা জানান।

বিসিবি বস বলেন, ‘এই পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করাটা কঠিন। এরকম পরিস্থিতি থাকলে অন্তত আমি মনে করি কোনভাবেই খেলা উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত না আমরা বায়ো বাবল নিশ্চিত করতে পারব ততক্ষন পর্যন্ত খেলাধুলার প্রশ্নই আসে না। সেটা একটা দল হোক বা ১০টা হোক। বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা যদি আমাকে আশ্বস্ত করতে পারে যে না বায়োবাবল পরিবেশ তৈরী করে খেলাটা চালাতে পারবে তাহলেই শুধু আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ এখনো।’

গত ১৪ মার্চ গেল বছর স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে সভা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ। সভায় সিদ্ধান্ত হয়, ১২ দলের অংশগ্রহনে ৬ মে থেকে টি টোয়েন্টি ফর্মেটে দেশের ভিন্ন ভিন্ন ভেন্যুতে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিদ্ধান্তও সেদিনের সেই সভায় গৃহীত হয়।

বিজ্ঞাপন

ডিপিএল নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর