Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে টাইগারদের রানের রেকর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২১ ১৩:৪০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৩:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের আগে টেস্ট ক্রিকেটে দেশের বাইরে নিজেদের প্রথম ইনিংসে মাত্র দুটি ম্যাচে পাঁচশোর্ধ্ব ইনিংস খেলেছে টাইগাররা। এর প্রথমটি ২০১৩ সালের মার্চে, শ্রীলঙ্কার গলে। দ্বিতীয়টি ২০১৭ সালের জানুয়ারিতে, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে।

পড়ুন: রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা টাইগারদের

২০১৩ সালের ৮-১২ মার্চ শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৩৮ রানের পাহাড়সম সংগ্রহ গড়েছিল মুশফিকুর রহিম নেতৃত্বাধীন বাংলাদেশ। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। ঐহিতাসিক সেই ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছিলেন ২০০ রানের মহাকাব্যিক এক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৯০ রান এসেছিল মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। লোয়ার মিডল অর্ডারে নেমে নাসির হোসেনও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা (১০০)।

এর চার বছর পর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ১২-১৬ জানুয়ারি গড়ানো দুই ম্যাচ সিরিজর প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের ২১৭ রানের ধ্রুপদী ইনিংস ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের ভর করে ৮ উইকেটে ৫৯৫ রানের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করেছিল টিম টাইগার্স। প্রথম ইনিংসে বিদেশের মাটিতে এটাই এখনও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ।

কাকতালীভাবে ঠিক চার বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টের পাল্লেকেলেতে গড়ান চলমান প্রথম টেস্টের তৃতীয় দিনে (২৩ এপ্রিল) এসে ৭ উইকেটে ৫৪১ রানের সংগ্রহে ইনিংস ঘোষণা করলেন অধিনায়ক মুমিমুল হক। যা বিদেশের মাটিতে এযাবৎকালে প্রথম ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে থাকল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ তৃতীয় দিন প্রথম টেস্ট বাংলাদেশের রানের রেকর্ড শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর