Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগার টপ অর্ডারের এমন ব্যাটিং ১৮ বছর পর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২১ ১৩:০৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৪:০৩

ইনিংস ওভার ১০০ ও উইকেটের পতন মাত্র দুটি! টেস্ট ক্রিকেটের টপ অর্ডারের বাংলাদেশের এমন আদর্শ ব্যাটিংয়ের চিত্র হালে দেখা যায়নি। দেখা গিয়েছিল আজ থেকে ১৮ বছর আগে, পাকিস্তানের মাটিতে। প্রায় দেড় যুগের পর আবারও সেই চিত্র ফেরালেন বাংলাদেশের দুই টপ অর্ডার মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

দুজনই ব্যাটিংয়ে নামেন পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে। নাজমুল হোসেন শান্ত শুরু করেছিলেন সাইফের শূণ্য হাতে বিদায়ে পরে দিনের শুরুতেই। আর মুমিনুল নেমেছেন দ্বিতীয় সেশনে, তামিম ইকবাল ৯০ রানের নান্দনিক ইনিংস খেলে ফেরার পরে। বাংলাদেশের স্কোর তখন ৩৮.৩ ওভারে ২ উইকেটে ১৫২। বিস্ময়কর হলেও সত্যি দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি অবধি তারা অবচ্ছিন্ন আছেন। ইনিংস ওভার ১১৮।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ এপ্রিল) টাইগাররা বিরতিতে গিয়েছেন ৩৭৮/২ রানে। এর কিছুক্ষণ আগেই নিজের একাদশ ও বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার টেস্ট দলপতি মুমিনুল হক। আর প্রথম দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ছুঁয়েছেন দেড়শ’র অনন্য মাইলফলক।

সাদা পোশাকের ব্যাটিংয়ে বাংলাদেশের এমন রেকর্ড এর আগে দেখা গিয়েছিল ২০০৩ সালে, পেশওয়ার টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। সেই টেস্টেও ১০০ ওভার শেষে কেবল দুটি উইকেটের পতন হয়েছিল লাল সবুজের দলের। চির স্মরণীয় সেই ম্যাচের জুটিতে ছিলেন হাবিবুল বাশার ও জাবেদ ওমর।

ওপেনার হান্নান সরকার ইনিংসের শুরুতে মাত্র ৬ রানেই ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার সুমন ও জাবেদ ওমর বেলিম ৬০ ওভারের বেশি ব্যাটিংয়ে গড়েন ১৬৭ রানের জুটি। অবশেষে ৯৭ রানে হাবিবুলের বিদায়ের মধ্য দিয়ে সেই জুটিচ্ছেদ হয়।

বিজ্ঞাপন

এরপর জাবেদ ও মোহাম্মদ আশরাফুলের জুটি ১০০ ওভার ছাড়িয়ে এগিয়ে নেয় বাংলাদেশকে। ১১৯ রান করা জাবেদের বিদায়ে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ১২২তম ওভারে।

গতকাল ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান তুলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ শুরুটা করেছেন মুমিনুল-শান্ত। প্রথম দিনের মতো পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও টাইগারদের দাপট দেখল সিংহের রাজ্য।

সারাবাংলা/এমআরএফ/এসএস

১৭ বছর পর পেশওয়ার টেস্ট প্রথম টেস্ট বাংলাদেশ বনাম পাকিস্তান শান্ত-মুমিনুল শ্রীলংকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর