Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের জয়রথ ছুটছেই


২১ এপ্রিল ২০২১ ২১:৪৯

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে জিম্বাবুয়ে গিয়েও প্রত্যাশিত জয় পেল পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ১১ রানে জিতেছে বাবর আজমের দল।

বুধবার (২১ এপ্রিল) হারারে স্পোর্টিং ক্লাব মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বাবর আজমকে (২) হারিয়ে বসে পাকিস্তান। তবে অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত ধরে দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু অন্যদের মধ্যে তাকে সঙ্গ দেওয়ার মতো কাউকে পাওয়া গেল কই! অন্য প্রান্ত থেকে টপাটপ উইকেট পড়েছে পাকিস্তানের।

বিজ্ঞাপন

ফলে রিজওয়ান ৬১ বলে ১০ চার ১ ছয়ে ৮২ রানের একটা ঝকঝকে ইনিংস খেললেও পাকিস্তান থেমেছে ১৪৯ রানে। সফরকারীদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান দানিশ আজিজের, ১১ বলে ১৫ রান করেছেন তিনি। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল ফখর জামান (১৪ বলে ১৩)।

জিম্বাবুয়ের হয়ে ওয়েসলে মাধভেরে ১১ রানে দুই উইকেট নিয়েছেন। লং জংয়ে ২৪ রানে নিয়েছেন দুই উইকেট। তবে বোলিং ভালো করলেও পরে ব্যাটিংটা সে অনুযায়ী হলো না স্বাগতিক জিম্বাবুয়ের।

ওসমান কাদির, মোহাম্মদ হাসনাইনদের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে বড় জুটি গড়তে ব্যর্থ। ২৩ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ক্রেইগ আরভিন। এছাড়া ২৩ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন লং জংয়ে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমেছে জিম্বাবুয়ে। ওসমান কাদির ২৯ রানে তিন উইকেট নিয়েছেন। হাসনাইন ২ উইকেট নিয়েছেন ২৯ রান খরচায়।

জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ বাবর আজম মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর