কেন আত্মাহুতি দিলেন তামিম
২১ এপ্রিল ২০২১ ১৫:৩৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:১১
ইনটেন্ট, শটস সিলেকশন, এক্সিকিউশন; সবকিছুতেই আজ তিনি ছিলেন অনন্য। যেন পুরোনো দিনের তামিম ইকবাল আজ আবার ক্যান্ডিতে ফিরলেন। ব্যাটিংয়ে সেই দাপট ও ক্লাস। ফর্মেটের তোয়াক্কা একেবারেই না করে স্বভাব সুলভ খেলাটাই যেন খেললেন। টেস্ট ক্রিকেট তাতে কি? খেলার মত যে কটি বলই পেয়েছেন একটিও ছেড়ে দেননি। কাট, ফ্লিক ও ড্রাইভের সমোরোহে বুঁদ করে রেখেছিলেন টাইগার ভক্তদের। যতক্ষণ ক্রিজে ছিলেন শক্ত হাতে শাষণ করেছেন লঙ্কানদের। কিন্তু ইনিংসটি প্রত্যাশিত রঙে রাঙাতে পারলেন না। শতক ছোঁয়ার আগেই ইনিংসের সলীল সমাধি রচনা করে দিলেন। বিশ্ব ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার আগে তার নামের পাশে ৯০ রান, ১০১ বল থেকে। যেখানে চারই ১৫টি, কোন ছয়ের মার অবশ্য নেই, তবে স্ট্রাইক রেট ৮৯.১০।
বুধবার (২১ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের শুরু থেকেই যে ছন্দে তিনি ব্যাটিং করছিলেন তাতে হাতছানি ছিল আরও বড় কিছুর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনিং সঙ্গী সাইফ হাসানকে শূন্য রানে হারাতে হয়েছে কিন্তু বিন্দু মাত্র ভেঙে পড়েননি। বরং ইস্পাতসম দৃঢ় মনোবল নিয়ে স্বাগতিকদের সুইং, বাউন্সার, ইয়র্কার, স্লোয়ার ও ঘূর্ণি মোকাবেলা করেছেন দক্ষ হাতে। সাইফের জায়গায় আরেক তুর্কি তরুণ নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ছুটিয়েছেন ব্যাটিংরথ।
তাতে কাজও হয়েছে বিস্তর। ৫৩ বলে থেকে থলিতে পুরেছেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট অর্ধশতক্। মধ্যাহ্ন বিরতিতে যখন গেলেন তখন তার সংগ্রহ ৬৫ (৭২) ও বাংলাদেশ ১০৬/১। ওপাশে থাকা নাজমুল হোসেন শান্ত তখন ৩৭ রানে দাঁড়িয়ে।
বিরতির পরে এসে আবার সুরভিত ব্যাটিংয়ে আচ্ছন্ন করে রাখলেন গোটা মাঠ। তামিম বাউন্ডারি মারছেন আর ক্যামেরার ফ্রেম গিয়ে ঠেকছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। গোটা রুমই হাসছে। যেন শুধু পাল্লেকেলে নয় পুরো বাংলাদেশেই হাসছে। কেন হাসছে বুঝতে কারোরই বাকি থাকার কথা নয়। তার এই ব্যাটিংই সাদা পোষাকে টিম বাংলাদেশকে হারের বৃত্ত থেকে বের করে আনার হাতছানি দিাচ্ছিল।
এভাবে এক সময় ৭০, ৭৫ পেরিয়ে ৮০ রানের কোঠা পেরিয়ে নার্ভাস নব্বইয়ে পৌঁছালেন তামিম। বিপত্তিটাও ঠিক তখনই ঘটে গেল। শতরানের ঠিকানায় পৌঁছাতে তিনি মাত্র ১০ রান দূরে। তখনই এলেন লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো। ৪০ ওভারে তার তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। সেটা গ্লাইড করতে গেলে তা ব্যাটের কানা চুমু খেয়ে ধরা পড়ে স্লিপে থাকা থিরিমানের হাতে। এভাবে নিজের ইনিংসের এপিটাফ লিখে দিয়ে হতাশায় নুয়ে পড়েন তামিম। উইকেট নয় যেন আত্মাহুতি দিলেন দেশসেরা এই রান সংগ্রাহক। যা একেবারেই প্রয়োজন ছিল না। কেননা আজই টেস্টের প্রথম দিন, এতো তাড়াহুড়া করার প্রয়োজন তার ছিল না। তাছাড়া লঙ্কান ভোঁতা বোলিং আক্রমণের বিপক্ষে উইকেটে থাকলে নিজে তো সেঞ্চুরি পেতেনই, সেক্ষেত্রে দলের সংগ্রহও আরও সমৃদ্ধ হতো।
তার ফেরায় ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। ওপাশে থাকা নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি এখন দলের হাল ধরেছেন। চা পানের বিরতি পর্যন্ত অতিথিদের সংগ্রহ ২০০/২। নাজমুল হোসেন শান্ত ৭৮ ও মুমিনুল হক ২১ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার হয়ে দিনের দুই উইকেটের শিকারি বিশ্ব ফার্নান্দো।