Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দু’বছর পর বিদেশের মাটিতে টেস্টে তামিমের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২১ ১২:১৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১২:১৭

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অভিজ্ঞ তামিম ঠিকই হাল ধরে দলকে চাপমুক্ত করেন। আর ব্যাট ছোটান রানের দিকে। ১৯তম ওভারের প্রথম বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। অর্ধশতক ছুঁতে তামিম খেলেন ৫২ বল, হাঁকান ১২টি বাউন্ডারি। এই রিপোর্ট লেখা অবধি ৬০ বলে ৬০ রানে অপরাজিত আছেন তামিম।

টেস্টে এটি তামিমের ২৯তম অর্ধশতক। নামের পাশে আছে ৯টি শতকও।

এর আগে চলতি বছরে ঘরের মাঠে দুটি টেস্ট খেলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৫০। এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে দুটি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন তামিম।

আর দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ শেষে অর্ধশতক হাঁকিয়েছিলেন ২০১৯ সালে নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে ১১৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন দেশসেরা এই ব্যাটসম্যান। আর এর ঠিক বছর দুই পরে এসে বিদেশের মাটিতে অর্ধশতকের দেখা পেলেন তামিম।

সারাবাংলা/এসএস

অর্ধশতক তামিম ইকবাল দুই বছর পর প্রথম টেস্ট শ্রীলংকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর