হারের বৃত্ত ভাঙতে পারবেন তো টাইগাররা?
২০ এপ্রিল ২০২১ ১৭:৫২ | আপডেট: ২০ এপ্রিল ২০২১ ১৮:০৭
‘ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না’– জহিরুল হকের পরিচালনায় আশির দশকের ‘কেউ কারো নয়’ ছবির সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা আপাতত গানের ‘ভালোবাসা’ শব্দের জায়গায় ‘টেস্ট জয়’ শব্দটা মিলিয়ে সুর তুলতেই পারেন! টেস্ট জয়ের আশা যে পূরণই হচ্ছে না বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থা অনেকদিন ধরেই নাজুক। তবে তিন সংস্করণের মধ্যে সবচেয়ে বেশি দৈন্যতার দশা টেস্ট ক্রিকেটে।
বিশ বছর আগে টেস্ট ক্রিকেট খেলা শুরু করলেও এখনো প্রতিপক্ষের বিশ উইকেট নেওয়ার মতো বোলিং আক্রমণ গড়ে তোলা হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়েও নেই ধারাবাহিকতা। ফিল্ডিংয়ে পিচ্ছিল হাতের খেসারত দিতে হয় প্রতি ম্যাচেই। দেশের তুলনায় বিদেশে ভুগতে হচ্ছে আরও বেশি। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে বিদেশে মাত্র একটা টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ!
কাল বিদেশের মাটিতে মাঠে গড়াচ্ছে আরেকটা টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। কাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ক্যান্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা।
টেস্ট খেলুড়ে দেশগুলোর সুবিধায় টেস্ট চ্যাম্পিয়নশিপ এনেছে আইসিসি। কিন্তু তাতে বাংলাদেশ কতোটা ‘সুবিধা’ নিতে পেরেছে কে জানে! এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়শিপে জয় পাওয়া তো দূরের কথা, একটা ম্যাচেও ড্র পর্যন্ত করতে পারেনি মুমিনুল হকের দল।
ভারত ও পাকিস্তান সফরে গিয়ে সাদা পোশাকের ক্রিকেটে দাঁড়াতেই পারেনি টাইগাররা। তার আগে দেশের মাটিতে আফগানিস্তানের মতো নবীন দলের বিপক্ষে টেস্ট হারতে হয়েছে। মাঝে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে। কিছুদিন আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে মুমিনুল হকের দলকে। এই দৈন্যদশার অতীত নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে সুবিধা করতে পারবে বাংলাদেশ?
তার মধ্যে দলের গত দশ বছরের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না এই সিরিজে। আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাকিব। আইপিএলের জন্য এই সিরিজ থেকে মোস্তাফিজকেও ছুটি দিয়েছে বোর্ড। দলের আছেন যারা তাদের প্রায় সবারই ধারাবাহিকতার অভাব। তরুণরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ। তামিম ইকবাল, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও অনেকদিন রানে নেই। সাকিবহীন বাংলাদেশের বোলিং কতোটা সাদামাটা সেটা বোঝা গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই। স্পিনবান্ধব উইকেটেও প্রত্যাশিত সাফল্য এনে দিতে ব্যর্থ তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।
আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক অবশ্য আশার বাণীই শোনালেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’
আজ ম্যাচের আগের দিন উইকেট দেখে মনে হলো, কাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের উইকেট সম্পূর্ণ স্পিনবান্ধব হবে না। উইকেটভর্তি ঘাস দেখে আন্দাজ করা যাচ্ছে, এই উইকেটে পেসারদের জন্যও কিছু থাকছে। সেটাই হয়তো বাংলাদেশের স্বস্তির জায়গা! সম্প্রতি বেশ ভালো ফর্মে আছে বাংলাদেশের পেস বোলাররা। পেস বান্ধব উইকেট দেখেই কিনা ইবাদত হোসেন, আবু জায়ের রাহি ও তাসকিন আহমেদের সঙ্গে তরুণ শরিফুল ইসলামকেও একাদশে ডেকেছে বাংলাদেশ।
আরেকটা জায়গা থেকেও আত্মবিশ্বাস খুঁজতে পারে বাংলাদেশ। গত পাঁচ বছরে বিদেশের মাটিতে যে একটা টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ সেটা শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৭ সালে। তবে ফেভারিটতত্বে শ্রীলঙ্কাকে নিঃশন্দেহে এগিয়ে রাখতে হবে। দেশের মাটিতে বরাবরই ভালো দল লঙ্কানরা। দিনেশ চান্ডিমাল, দিমুথ কারুনারত্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়ালার মতো ব্যাটসম্যানদের সঙ্গে শক্ত একটা স্পিন আক্রমণও আছে শ্রীলঙ্কার। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দিয়েছেন লঙ্কানরা।
দুদিন আগে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, সম্প্রতি পারফরম্যান্স খারাপ হলেও কাগজে-কলমে দলীয় শক্তির বিচারে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। এক হিসেবে কথাটা হয়তো ঠিকই বলেছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার। কিন্তু সেটা প্রমাণের দায়িত্বও তো নিতে হবে…!
টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক