Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্ডি পৌঁছেছে টিম বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১৫:০৯

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ক্যান্ডি পৌঁছেছে টিম বাংলাদেশ। নিগোম্বো থেকে টিম বাসে সোমবার দুপুরে ম্যাচের শহরে পৌঁছায় সফরকারীরা।

আগামী ২১-২৫ এপ্রিল ও ২৯ এপ্রিল-৩ মে এই শহরের পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলবে মুমিনুল হক ও তার দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এদিন টিম বাংলাদেশের ক্যান্ডি পৌঁছানোর খবর নিশ্চিত করেছে।

এর আগেে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনের পর দুই দিনের প্রস্তুতি ও নিজেদের মধ্যকার একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচেে অংশ নিয়েছেে টাইগাররাা।

এবার অপেক্ষা টেস্ট সিরিজে মাঠে নামার। আগামী ২১ এপ্রিল এই ক্যান্ডিতে শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সে লক্ষ্যে আজ সকালেই নিগোম্বো থেকে ক্যান্ডি যাত্রা টাইগারদের।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্যান্ডি পৌঁছেছে টেস্ট সিরিজ বাংলাদেশ টিম শ্রীলংকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর