Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কা সিরিজে পাঁচ ধারাভাষ্যকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২১ ১২:৩২

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে ধারাভাষ্য দিবেন পাঁচ ধারাভাষ্যকার। তন্মধ্যে তিনজনই স্বাগতিক শ্রীলঙ্কার। বাকি দু’জনের একজন বাংলাদেশি ও অপরজন পাকিস্তানি।

লঙ্কান তিন ধারভাষ্যকার হলেন রাসেল আরনল্ড, রোশান আবেসিংহে ও পারভেজ মাহরুফ। বাংলাদেশ থেকে শামীম আশরাফ চৌধুরী এবং পাকিস্তান থেকে আমির সোহেল।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সিরিজের ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে ফিল্ড আম্পায়ার, রবীন্দ্র উইমালাসিরি-টিভি আম্পায়ার। প্রথম টেস্টে ফোর্থ আম্পায়ার হিসেবে থাকছেন লিন্ডন হ্যানিবল, রিজার্ভ আম্পায়ার- প্রগিথ রামবুকওয়েলা। গ্রায়েম ল্যাবরুই দুই টেস্টের রিজার্ভ ম্যাচ রেফারি। এদিকে দ্বিতীয় টেস্টের ফোর্থ আম্পায়ার প্রগিথ রামবুকওয়ালা ও রিজার্ভ আম্পায়ার লিন্ডন হ্যানিবল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২১-২৫ এপ্রিল ও ২৯ এপ্রিল-৩ মে স্বাগাতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে এই মুহুর্তে দেশটিতে অবস্থান করছে টিম বাংলাদেশ। কতুনায়েকেতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে মূল ম্যাচে অংশ নিতে আজ তাদের ক্যান্ডিতে যাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট সিরিজ শ্রীলংকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর