Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত কৃষ্ণা-মণিকাসহ চার নারী ফুটবলার


১৮ এপ্রিল ২০২১ ১৭:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের চার ফুটবলার কৃষ্ণা রানী সরকার, মণিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও নিলুফা ইয়াসমিন নীলা। চারজনকেই ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘আমরা মেয়েদের বাফুফের ক্যাম্পে আনার পরপরই কোভিড টেস্ট করিয়েছি। করোনায় আক্রান্ত কৃষ্ণা, নীলা, মণিকা আর ঋতুকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও সবাই ভালোই আছে। নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। ওদের আরেক দফা টেস্ট করানোর প্রক্রিয়া চলছে আমাদের।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল মেয়েদের লিগ স্থগিত হয়ে যায়। লিগ স্থগিত এবং সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করার পর ক্লাবগুলোও তাদের ক্যাম্প বন্ধ করে দেয়। তারপর বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে রাখা হয় মেয়েদের। জাতীয় দলের নারী ফুটবলারদের সারা বছরই বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে রাখা হয়। ওই ক্যাম্প থেকেই নিয়মিত তাদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। সেই পরীক্ষাতেই করোনা ধরা পড়েছে কৃষ্ণা, মণিকাদের।

বাংলাদেশের মেয়েরা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেই ২০১৯ সালের মার্চে। নেপালে সাফ গেমস খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তারপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকার কারণে ফিফা র্যাঙ্কিং থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। অবশ্য ফিফার নতুন নিয়মের কারণে গত ১৬ এপ্রিল আবারও র্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৩৭ নম্বরে।

করোনাভাইরাস বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর