Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে বার্সায় রাখতে সবকিছু করবেন লাপোর্তা

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২১ ১১:৩৪

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছে গত মৌসুমের শেষ থেকেই। সাবেক প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউর জোরাজুরিতে শেষ পর্যন্ত ওই মৌসুমে আর বার্সা ছাড়তে পারনেনি মেসি। তবে চুক্তির শেষ সময়ে পৌঁছে গেলেও এখন পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি।

আর তাই তো বার্সেলোনা সমর্থকরাও আছে অনিশ্চয়তায়। তবে ভক্ত সমর্থকদের আশার বাণী শোনালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি জানিয়েছেন মেসির সঙ্গে আলোচনা যথাযথভাবে এগুচ্ছে আর মেসিকে বার্সায় রাখতে সম্ভাব্য সবকিছুই করবেন তিনি।

বিজ্ঞাপন

বার্সেলোনার সঙ্গে চুক্তি অনুযায়ী গত মৌসুমের আগস্টেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও থেকে যান ক্লাবটিতে। কিন্তু বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত, এরপর জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। তখন নিজের ইচ্ছা মতো যেকোনো ক্লাবেই যেতে পারবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসি চুক্তির শেষ কয়েক মাসে পৌঁছে গেলেও এখন পর্যন্ত দুই পক্ষ নতুন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এদিকে স্প্যানিশ দৈনিক দেপোর্তেস কুয়াত্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসিকে বার্সায় ধরে রাখার চেষ্টার কথা জানালেন।

লাপোর্তা বলেন, ‘মেসি যেন এই ক্লাবেই থাকে, সেটা নিশ্চিত করতে আমি সম্ভাব্য সবকিছু করব। আমরা সেটাই করছি। মেসি অনুপ্রেরণা পাচ্ছে। সে অসাধারণ মানুষ এবং আমি আশাবাদী, সে এখানেই থেকে যেতে চাইবে।’

অবশ্য এর কিছুদিন আগেই আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-৩ জানিয়েছিল, আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা। আর বার্সেলোনা বোর্ডের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছে যে মেসিকে ঠিক কি পরিমাণ অর্থ তারা প্রস্তাব করতে পারবে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতির মধ্যেই স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে আজ রাত একটায় মাঠে নামছে লিওনেল মেসিরা।

সারাবাংলা/এসএস

বার্সার সঙ্গে নতুন চুক্তি লিওনেল মেসি হুয়ান লাপোর্তা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর