Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজকে নিয়ে বোলিংয়ে রাজস্থান


১৫ এপ্রিল ২০২১ ২০:০৮

কাছে গিয়েও চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি রাজস্থান রয়্যালস। সেই দুঃখ ভুলতে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রাজস্থান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে রাজস্থান।

আইপিএলের শুরুতে দুঃসংবাদ পিছু ছাড়ছে না রাজস্থানের। তারকা পেসার জোফরা আর্চার চোটে পড়েছেন। প্রথম ম্যাচে চোটে পরে আইপিএলই শেষ হয়ে গেছে রাজস্থানের ট্রামকার্ড বেন স্টোকসের। তারকা দুই বিদেশির চোটে স্বাভাবিকভাবেই বেকায়দায় পড়েছে দলটি।

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান রাজস্থানের প্রথম ম্যাচের একাদশেও ছিলেন। খুব একটা সুবিধা অবশ্য করতে পারেননি বাংলাদেশি পেসার। তার বলে দুই দুটি আউটের সুযোগ নষ্ট হয়েছে। একটি রিভিউ না নেওয়ার কারণে অন্যটি ক্যাচ মিসের কারণে। প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে ৪৫ রান খরচায় উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

দুই দলের একাদশ:

রাজস্থান রয়্যালস: জস বাটলার, মনন ভোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার, শিভম দুবে, রায়ান পরাগ, ক্রিস মরিচ, রাহুল তেওয়াতিয়া, জয়দেভ উনাদকাট, চেতন সাকারিয়া ও মোস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শেখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রিশভ পন্ত (অধিনায়ক), মার্নাস স্টয়নিস, ললিট যাদব, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, টম কুরান ও অভিষ খান।

আইপিএল দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর